শুভ জন্মদিন, মাধবন। অভিনেতা আজ ৫৪ বছর বয়সী। এই উপলক্ষে স্ত্রী সরিতা বিরজে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ক্লিপটিতে অভিনেতা তাঁর স্ত্রী এবং ছেলে বেদান্ত মাধবন একত্রে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। মজার মুহূর্ত সহ ছবি এবং ভিডিয়ো রয়েছে সেখানে। সেই পোস্টের মধ্যে সবচেয়ে নজর কেড়েছে ‘সেরা শেফ’ আর মাধবনকে তাঁর পরিবারের জন্য রান্না করার ছবিটি।
ভিডিয়োটিতে দেখা যায়, অভিনেতা একটি অমলেট তৈরি করছেন এবং এতে যোগ করছেন কিছু জালাপেনো স্লাইস। নিজের স্বামীকে ‘সেরা শেফ’ বলার পাশাপাশি, সরিতা তাকে ‘সবচেয়ে সুদর্শন’, ‘সেরা অভিনেতা’, ‘সেরা বাবা’, ‘সবচেয়ে উৎসাহী’ কিংবা‘সেরা স্বামী’ হিসাবে উল্লেখ করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: (‘অ্যানিমাল’ থেকে ‘রকস্টার’- বলিউডের কোন ৫ লুকে আইকনিক হয়ে রয়েছেন রণবীর?)
পোস্টটিতে দেখা যায় বিভিন্ন ধরনের ছবি। পাহাড়ে মাধবনের ধ্যান, পোষ্যের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর দৃশ্য, তাঁররকেট্রি: দ্য নাম্বি ইফেক্টেরজন্য জাতীয় পুরস্কার জিতে নেওয়ার ছবি এবং বাবা-ছেলের কিছু দামী মুহূর্তগুলিও রয়েছে এতে।শেষের দিকে, মাধবনকে তাঁর স্ত্রীর কপালে চুমু খেতে দেখা যায়।ক্যাপশনে, সরিতা বিরজে লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই আমার ভালবাসা।‘ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল হার্ট ইমোজি।
পোস্টের কমেন্ট সেকশনে, মাধবনের সহকর্মীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এশা দেওল একটি হাগ (আলিঙ্গন) এবং একটি কালো হার্ট ইমোজি সহ‘শুভ জন্মদিন’ লিখেছেন। তানিশা মুখার্জি বলেছেন, ‘শুভ জন্মদিন ম্যাডি!’ অমিত সাধ কমেন্ট করেছেন, ‘শুভ জন্মদিন ম্যাডি স্যার।‘ মানসী যোশী রায় পোস্ট করেছেন, ‘ওহ এত মিষ্টি ভিডিয়ো সারু হ্যাপি হ্যাপি বার্থডে টু ম্যাডি।"
আরও পড়ুন: (ওরি আর গুরুর সঙ্গে নাচে বুঁদ রণবীর, ভাইরাল অনন্ত-রাধিকার ক্রুজের প্রি-ওয়েডিংয়ের ক্লিপ)
বড় পর্দায় মাধবনের শেষ উপস্থিতি ছিল ‘শয়তান’ ছবিতে । অতিপ্রাকৃত হরর ছবিতে তিনি বনরাজ কাশ্যপ নামক ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘বিকাশ বাহল’ ছবিতে অজয় দেবগন, জ্যোতিকা এবং জানকি বোদিওয়ালাও মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ‘শয়তান’ হল গুজরাটি ফিল্ম ‘ভাশ’- এর রিমেক । এটি একটি পরিবারের চার জনের গল্প, যেই পরিবারে অলৌকিক ক্ষমতার অধিকারী এক ব্যক্তি হঠাত্ই উপস্থিত হয়ে সৃষ্টি করে ভয়ানক সব ঘটনাবলী। আর মাধবনকে এরপর ‘আমরিকি পন্ডিত’, ‘অধীরশতাসালি’, ‘টেস্ট’ এবং ‘ শঙ্করা’-এর মতো বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।