ফের একবার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। এখবর অবশ্য এখন পুরনো। কিছুদিন আগেই মানসীকে ঘটা করে সাধ খাইয়েছিলেন তাঁর ‘নিম ফুলের মধু’-র সহকর্মীরা। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর এবার নিজের বাড়িতেই আরও একবার হল অভিনেত্রী সাধভক্ষণ অনুষ্ঠান।
বাড়িতে আয়োজিত সাধ খাওয়ার ছবিও উঠে এসেছে মানসী সেনগুপ্তের ইনস্টাগ্রামের পাতায়। যেখানে বড় একটা মাছের মাথা মুখে পুরে পোজ দিতে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর পোস্ট করা ছবি থেকেই জানা যাচ্ছে সাধের মেনুতে ছিল ভাত, শাকভাজা, বেগুনভাজা, মাছভাজা, ফুলকপির রোস্ট সহ আরও বেশকিছু পদ। আরও একটা ছবিতে দেখা যাচ্ছে প্রথা মেনে আলতায় পা রাঙিয়েছেন অভিনেত্রী। ছবিগুলি পোস্ট করে মানসীর ক্যাপশান, ‘Baby shower part 2’। অর্থাৎ দ্বিতীয় সাধভক্ষণ অনুষ্ঠান। মানসীর এই পোস্টে হবু মাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।