বরকে বাঁচাতে দূরে সরেন, তাঁকে না জানিয়েই দেহ দাহ করে শ্বশুর, ৮ বছর ধরে অরিদীপ্তর স্মৃতি আঁকড়ে মৌমিতা
Updated: 16 Feb 2025, 10:34 PM IST Priyanka Mukherjee 16 Feb 2025 Moumita Pandit, Arideepto Ghosh, Moumita- Arideeptoপ্রেমিকের চিকিৎসার স্বার্থে তাঁকে বিয়ে, তাঁকে বাঁচানোর জন্যই দূরে যাওয়া! স্বামীর মৃত্যুর আট বছর পরেও তাঁকে ভালোবাসায় মুড়ে রেখেছেন অভিনেত্রী মৌমিতা পন্ডিত।
সদ্য গেল প্রেম দিবস। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে ভালোবাসাও কি দূরে সরে যায়? আজকের এই জামানাতে যেখানে বিচ্ছেদ-ডিভোর্স-ব্রেকআপ নর্ম্যাল ব্যাপার। সেখানে মৌমিতা-অরিদীপ্তর প্রেমের গল্প তাক লাগায়।
পরবর্তী ফটো গ্যালারি