বলিউডের দুই খান শাহরুখ ও সলমনকে নিয়ে সম্প্রতি কিছু ভবিষ্যৎবাণী করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দুই তারকার মৃত্যুর সময় নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। জ্যোতিষী সুশীল কুমার সিং সম্প্রতি একটি পডকাস্টে শাহরুখ, সলমন, সইফ এবং আরও অনেক সেলিব্রিটি সম্পর্কে কথা বলেছেন। তিনি সলমন ও শাহরুখ খানের মৃত্যুর বছরও প্রকাশ করেছেন। যা নিয়ে তাঁকে রীতিমতো তুলোধনা করে নেটিজেনরা। এবার টুইট করলেন সুচিত্রা কৃষ্ণমূর্তি ।
সুচিত্রা টুইট করেন, 'যে জ্যোতিষীরা সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের দুর্ভাগ্য, এমনকী মৃত্যুর ভবিষ্যদ্বাণীও করছেন, তাঁদের নিষিদ্ধ করা উচিত ভয় ছড়ানোর জন্য। এটা খুবই মারাত্মক। এছাড়াও চ্যাট শো/হোস্ট যারা অর্থ উপার্জনের জন্য তাদের কল করছে তাদেরও নিষিদ্ধ করা উচিত।
আরও পড়ুন: নিম ফুলের মধু শেষ হতেই নতুন মেগায় ‘বাবুর মা’, স্টার জলসার কোন ধারাবাহিকে অরিজিতা?
প্রসঙ্গত, সিদ্ধার্থ কাননের পডকাস্টে এসেছিলেন এই জ্যোতিষী। সুচিত্রা নিজের টুইটে সিদ্ধার্থ কাননকে ট্যাগ করে তাই লেখেন, ‘আশা করি এটা আপনার কাছেও পৌঁছবে’।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে বকুনি খেল বাংলার ২ ছেলে বিশ্বরূপ-প্রিয়াংশু! তবে বাদ গেল এই মেয়ে, হতবাক দর্শক

শাহরুখের কভি হ্যাঁ কভি না সিনেমার সহশিল্পী সুচিত্রা আরও একটি পোস্টে ক্ষোভ জাহির করেন। লেখেন, ‘আগে টুইট করেছিলাম জ্যোতিষীরা যেভাবে সেলিব্রিটিদের সম্পর্কে অযথা এবং মিথ্যা তথ্য দিচ্ছে। কিছুদিন আগে #সিদ্ধার্থকন্নন শোতে একজন জ্যোতিষী যিনি সুশীল নামে পরিচিত, ঘৃণিত গুজব এবং দুঃখজনক ভবিষ্যদ্বাণী করে- আমাদের সবচেয়ে প্রিয় তারকাদের মৃত্যুর এবং বিচ্ছেদের ভবিষ্যদ্বাণী-সহ। টক শো হোস্টদের এত ঘৃণা ও নেতিবাচকতা ছড়ানো বাদ দিয়ে আরও দায়িত্বশীল হতে হবে।
আরও পড়ুন: বিবাহিতকে বিয়ে, ৮ মাসের অন্তঃসত্ত্বা, জামার নীচে বেবিবাম্প লুকিয়ে নাচ এই নায়িকার, বলুন তো কে?
সিদ্ধার্থ কান্নানের শোতে কী বলেন সেই জ্যোতিষী?
সুশীল কুমার সিং বলেছেন, সলমন খান এমন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হবেন যার নাম লোকে বলতেও চায় না। তিনি বলেছিলেন, ৬৭ বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। সলমন খানের মৃত্যুর আশেপাশেই শাহরুখ খানও মারা যাবেন। এ ছাড়া সুশীল জানিয়েছিলেন, দেড় বছরের মধ্যে করিনা ও সইফের বিবাহবিচ্ছেদ হয়ে যাবে। এটাও বলা হয়েছিল যে, সইফের উপর হামলা হয়নি তবে কিছু লুকানো হচ্ছে।