ভক্তদের জন্যই সুপারস্টাররা জনপ্রিয়তা অর্জন করেন, এই কথাটি খুব কম অভিনেতা-অভিনেত্রীরাই মনে রাখেন। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয় যেখানে ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায় তারকাদের। কিন্তু অক্ষয় হলেন সেই তারকাদের মধ্যে একজন, যিনি ভক্তদের ভগবানের চোখে দেখেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমনি একটি ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে, অক্ষয় একটি লাল রঙের কুর্তা এবং প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে তাঁর সঙ্গে কথা বলতে আসেন একটি ছেলে। ভীষণ নম্রভাবে অক্ষয় তাঁর কাঁধে হাত রেখে কথা বলেন এবং তাঁকে সঙ্গে নিয়েই এগিয়ে যান। তবে এই প্রথমবার নয়, ভক্তদের সঙ্গে অক্ষয়ের এমন সুন্দর ব্যবহার এর আগেও চোখে পড়েছে।
আরও পড়ুন: ২ শ্রমিকের গায়ে গাড়ি তুলে দিল উর্মিলার চালক! মৃত এক, গুরুতর আহত খোদ অভিনেত্রীও
চলতি বছরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের। যদিও এর মধ্যে বড়ে মিয়া ছোটে মিয়া, খেল খেল মে চূড়ান্ত ফ্লপ প্রমাণিত হয়েছিল বক্স অফিসে। সিংঘম এগেইন এবং স্ত্রী ২ সাফল্য অর্জন করলেও এই দুটি সিনেমায় অভিনয় করেছিলেন আরও অনেক তারকা। তাই ২০২৪ সালে খুব একটা সাফল্যের মুখ দেখেননি অক্ষয়।
তবে এবার নতুন বছরের জন্য একেবারে কোমর বেঁধে প্রস্তুত খিলাড়ি। হেরা ফেরি থ্রি এবং জলি এলএলবি থ্রি এই দুটি সিনেমা নিয়ে নতুন বছরে আসতে চলেছেন অক্ষয়। খুব স্বাভাবিকভাবেই এই দুটি সিনেমায় কমেডি চরিত্রই অভিনয় করবেন তিনি।শুধু তাই নয়, হেরা ফেরি যে ৯০ দশকের মানুষের কাছে একটি নস্টালজিক সিনেমা, সেটা বলাই বাহুল্য।
হেরা ফেরি ৩
হেরা ফেরি ৩ সিনেমায় আরও একবার দেখা যাবে সুনীল শেট্টি, অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সেই দুর্দান্ত অভিনয়। শুধু তাই নয়, এই সিনেমায় অভিনয় করব নানা পটেকর, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, রাজপাল যাদব, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান, আনসারি। থাকছে আরও একটি চমক। এই সিনেমায় অভিনয় করবেন জিমি লিভার অর্থাৎ জনি লিভারের মেয়ে।
আরও পড়ুন: ‘ও অভিনয় করেনি, ও দুষ্টু…’! সিরিয়ালের জনপ্রিয় মুখ বলেই কি অন্বেষা স্বপ্নময় লেনে? জবাব মানসীর
জলি এলএলবি ৩
জলি এলএলবি ৩ সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি। অভিনয় করবেন সুনীল শেট্টি, অমৃতা রাও, হুমা কুরেশি, অনু কাপুর, আশীষ চৌধুরী এবং সৌরভ শুক্লা। সব থেকে বড় কথা, এই সিনেমায় বহু বছর পরে পর্দায় স্ক্রিন শেয়ার করবেন রবিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমার। আগামী বছরের ১১ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।