এক বাঙালি মুসলিম পরিবারের গল্প। যেখানে বাবা-মা ও বোনকে নিয়ে সুখের সংসারে হাসানের। হঠাৎই তার জীবনে ঝড় ওঠে। সেই ঝড়েরই ইঙ্গিত মেলে 'কুরবান'-এর টিজারে। সবকিছু এলোমেলো হয়ে যায়। ছবির গল্পে হাসান আর পাঁচজন মানুষের থেকে আলাদা, সে অনুভূতিপ্রবণ। তবে কিছু ঘটনা তাঁর জীবনবোধকে আঘাত করে কী করবে হাসান?
প্রিয়াঙ্কা-অঙ্কুশ
'মানুষ যদি একবার নিজের মনরে কিছু বিশ্বাস করায়, আর সেটার জন্য সে যদি নিজেরে সম্পূর্ণভাবে উৎসর্গ করতি পারে, তাহলে সে কাজটা যত কঠিনই হোক করে ফেলা সম্ভব।' এমনটাই মনে করেন 'কুরবান'-এর হাসান। শুক্রবার 'কুরবান' টিজারে 'হাসান' ওরফে অঙ্কুশের মুখে শোনা গেল এমনই ডায়ালগ। ছবির পোস্টারের পর 'কুরবান'-এর লুকে চমকে দিয়েছিলেন অঙ্কুশ। আর টিজারেও মিলল আরও এক চমক।
'কুরবান'-এর টিজারের শুরুতে ফতুয়া আর লুঙ্গি পরে ঘুমতে ঘুমতে স্বপ্ন দেখে চমকে উঠলেন অঙ্কুশ। এরপরই অঙ্কুশকে ভবঘুরের মতো গ্রামের গাছপালা ঘেরা পথ দিয়ে হাঁটতে দেখা গেল। মাঝে দেখা মিলল হিজল অর্থাৎ প্রিয়াঙ্কা সরকারের। টিজারের ঝলকে দেখা গেল গ্রামের কোনও এক মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার দৃশ্য। এরপরই দেখা গেল দুর্গাপুজোর আবহ, তারপর ধর্মীয় বিভেদে গোটা গ্রামের অশান্ত হয়ে ওঠার ছবি। কিছু মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার মতো ভয়ানক, মর্মান্তিক দৃশ্য। টিজারের ঝলকে প্রিয়াঙ্কা, অঙ্কুশ ছাড়াও দেখা গেল কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য সহ আরও অন্যান্য অভিনেতাদের। ধরা পড়ল ধর্মীয় বিভেদ আর হিংসায় গোটা গ্রামের জ্বলে ওঠার ছবি।