দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু' যে অবশেষে মুক্তি পেতে পারে, তার একটা আভাস মঙ্গলবারই দিয়েছিলেন অভিনেতা প্রযোজক দেব। ছবির আর এক প্রযোজক রানা সরকারের সঙ্গে সমাজমাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। আর বুধবার একটি পোস্টের সূত্রে জানা গিয়েছে যে, ছবির গানের কাজে নতুন করে হাত দিয়েছেন অনুপম রায়।
সমাজমাধ্যমে শেয়ার হওয়া একটি পোস্টের সূত্রে জানা গিয়েছে ছবির গানের বাকি থাকা কাজ ফের শুরু করেছেন অনুপম রায়। সেখানে দেখা গিয়েছে একটি হার্ড ড্রাইভ হাতে হাসি মুখে দাঁড়িয়ে অনুপম।
আরও পড়ুন: বাবা-দাদা বড় অভিনেতা, তবু কাজ পেতেন না ববি! ‘একটা কাজ দিন…’, মুখ খুললেন ধর্মেন্দ্র-পুত্র
সূত্রের খবর অনুসারে, ‘ধুমকেতু’-এর সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন অনুপম রায়। তিনি ওই হার্ড ড্রাইভটি নিয়ে ছবির গানের বাকি থাকা কাজ শেষ করতে উদ্যোগী হয়েছেন। তাছাড়াও ছবিতে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের একটি ডুয়েট থাকবে।
প্রসঙ্গত, ধুমকেতুর শ্যুটিং চলাকালীন উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তায় শ্রেয়া ঘোষালের গানে দেব ও শুভশ্রীকে শ্যুটিং করতেও দেখা গিয়েছিল। ছবির পরিচালক কৌশিক সেনও সেখানে উপস্থিত ছিলেন। তিনি সেই সময় টলি টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, উগ্রপন্থিদের পরিবারের গল্প ফুটে উঠবে ছবিতে।
আরও পড়ুন: 'সঞ্জুর বাড়িতে গেলে শর্টস বা ওয়েস্টার্ন পোশাক পরার অনুমতি নেই, ও আমাকে…', মুখ খুললেন আমিশা
‘ধূমকেতু’তে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির। কিন্তু নানা কারণে গত ৯ বছর ধরে মুক্তি পিছিয়ে যায় ক্রমাগত। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। কিন্তু ছবির দুই যৌথ প্রযোজক এবং দেব ও রাণা সরকারের মধ্যে বাকবিতণ্ডার জেরেই এত লম্বা সময় ধরে ছবি মুক্তি স্থগিত ছিল।
এর আগে যতবার দেবকে ধূমকেতু নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি বল ঠেলে দিয়েছিলেন রাণা সরকারের দিকেই। জবাব আসত, ‘আপনারা রাণা সরকারকে ফোন করে নিন। আমার কাছে ওঁর নম্বর নেই’।
কিন্তু অবশেষে মঙ্গলবার প্রযোজক রানা সরকারের সঙ্গেই একটি ছবি পোস্ট করে দেব লিখেছিলেন, ‘এমনি… (একটা উলটো মুখের ইমোজি)। এবার অন্তত ভালো কিছু আশা করা যাক’।
এই নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে রাণা সরকারের সঙ্গে যোগাযোগ করে তাঁর থেকে জানতে চাওয়া হয় যে, ‘ধূমকেতু' নিয়ে কথা এগোল কিছু? প্রশ্নে প্রযোজক জবাব দেন, ‘আমি আর দেব চেষ্টা করছি ছবিটা রিলিজ করার। সব জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।’
প্রসঙ্গত, একসময় টলিউডের অন্যতম চর্চিত প্রেম ছিল দেব ও শুভশ্রীর। তবে তা টেকেনি। কিন্তু বিচ্ছেদের পরও দু'জন একসঙ্গে হয়েছিলেন এই সিনেমার কারণে। এখানেই শেষ নয়, ধূমকেতু-তে একটি চুমুর দৃশ্যও ছিল দু'জনের।