১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ববি’ ছবিতে ঋষি কাপুরকে একটি সাহসী দৃশ্য দেখা গিয়েছিল। যা নিয়ে সে সময় অনেক আলোচনাও হয়েছিল। এই দৃশ্যে ঋষি কাপুরের সঙ্গে অরুণা ইরানিও ছিলেন। অরুণা এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন। এই ছবি নিয়ে অরুণা একটি মজার কথা জানিয়েছেন। অরুণা জানিয়েছেন যে, প্রথমে তিনি লজ্জা পাওয়ার কারণে শ্যুটিং করতে রাজি ছিলেন না। কিন্তু তারপর রাজ কাপুর তাঁকে রাজি করান।
আরও পড়ুন: 'আমি প্রতিদিন ১০ ঘণ্টা কাজ করি…', দীপিকার ৮ ঘণ্টা শিফটের দাবি নিয়ে মুখ খুললেন জেনেলিয়া!
লাহারেন রেট্রোকে দেওয়া এক সাক্ষাৎকারে অরুনা বলেন, ‘প্রথমে আমি প্রত্যাখ্যান করেছিলাম ছবিটা। কারণ দৃশ্যটা ছিল এক ছেলে নগ্ন হয়ে আসবে এবং তারপর তোয়ালে দিয়ে তাঁর চুল মুছিয়ে দেওয়া হবে। আর আমার কাছে এই চরিত্রের অফার এসেছিল। আমি রাজজিকে বলেছিলাম যে আমি এটা করতে পারব না। তিনি বলেছিলেন ওদিকে তাকিও না, ভুল জিনিস দেখো না এবং সঠিক জিনিসগুলো দেখো। শেষ পর্যন্ত, আমি সেই দৃশ্যটা করেছিলাম।’
আরও পড়ুন: আমির প্রেমিকা গৌরীর জন্য ‘সিতারে জমিন পর’-এর বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করলেন!
অরুণা জানান, পরে যখন তিনি ও ঋষি কাপুর দু'জনেই অন্য ছবির শ্যুটিং করছিলেন, তখন ঋষি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি অস্বস্তি বোধ করছিলেন তখন। অরুণা বলেন, 'আমি চিন্টুজির সঙ্গে রবি মালহোত্রার ছবিতে অভিনয় করছিলাম। তিনি বলেন, অরুণা দি, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আপনি দৃশ্যটা নিয়ে অনেক আপত্তি জানিয়েছিলেন, কিন্তু আমাকে নগ্ন হতে হয়েছিল, আপনি কেন আপত্তি করেছিলেন?'
আরও পড়ুন: 'সবার পছন্দের মানুষ হয়ে উঠতে পারব না…', কম কাজ পাওয়া নিয়ে মুখ খুললেন এনা সাহা
অভিনেত্রী আরও বলেন, ‘আমি তখন ওঁকে বলেছিলাম যে আমার লজ্জা লাগছিল। তখন তিনি বলেছিলেন যে, ‘দৃশ্যে আমি যখন নগ্ন ছিলাম, তাহলে আপনি কেন লজ্জা পাচ্ছিলেন।’ এটা শুনে আমিও ভেবেছিলাম বিষয়টা নিয়ে। আমার মনে হয়েছিল ওঁর কথার মধ্যে যুক্তি আছে। তিনি ঠিকই বলেছেন।’
প্রসঙ্গত, ‘ববি’ ছবিটি একটা রোমান্টিক ছবি ছিল। যার হাত ধরে ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়ার বলিউডে অভিষেক করেছিলেন। এটা সেই সময়ের একটা সাহসী ছবি ছিল। এই তিন অভিনেতা ছাড়াও, ছবিটিতে ফরিদা জালাল, প্রাণ, প্রেম চোপড়া, প্রেম নাথ, জগদীশ রাজ এবং দুর্দা খোটেও অভিনয় করেছিলেন।