Indrani Dutta: বড়পর্দা ছেড়ে বাংলা সিরিয়াল ‘জগদ্ধাত্রী’তে নাম লিখিয়েছেন ইন্দ্রাণী দত্ত, কিন্তু কেন?
Updated: 06 Dec 2023, 11:26 PM IST Ranita Goswami 06 Dec 2023 Tollywood, Entertainment, Indrani Dutta, TV serial, Zee Bangla Serial Jagaddhatri, ইন্দ্রাণী দত্ত, জগদ্ধাত্রী, বাংলা সিরিয়ালইন্দ্রাণী দত্ত বলেন, ‘অভিনয়, নাচ আমার নেশা। এর আগে করোনা পরিস্থিতিতে যখন স্নেহাশিসবাবু (চক্রবর্তী) আমায় জীবনসাথী ধারাবাহিকে অভিনয়ের কথা বলেন, তখন ভালোই লেগেছিল। তবে ছোটপর্দায় কাজ করলে বাকি অন্যান্য কাজের সময় থাকে না। তাই এর আগে আমির ১২টা সিরিয়ালের প্রস্তাব ছেড়েছি। ’
পরবর্তী ফটো গ্যালারি