বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupam Islam Concert: রূপমের শোতে বিশৃঙ্খলা-হুড়োহুড়ি, সময়ের আগে শো শেষ করে কী বললেন গায়ক?
পরবর্তী খবর
Rupam Islam Concert: রূপমের শোতে বিশৃঙ্খলা-হুড়োহুড়ি, সময়ের আগে শো শেষ করে কী বললেন গায়ক?
1 মিনিটে পড়ুন Updated: 03 Jan 2024, 12:18 PM ISTSubhasmita Kanji
Rupam Islam Concert: রূপম ইসলামের শো মানেই তার টিকিটের জন্য হুড়োহুড়ি। আর বিনা পাসের শো হলে তো উপচে পড়ে ভিড়। এদিনও সেই একই কাণ্ড ঘটল মধ্যমগ্রামে। তারপর কী জানালেন রূপম?
রূপমের শোতে বিশৃঙ্খলা-হুড়োহুড়ি
ফসিলস হোক বা রূপম, অনেকেরই কাছেই এই দুটো নাম আবেগ। আর সেই জন্যই তাঁকে এক ঝলক দেখবার আশায়, তাঁর গান শোনার আশায় মধ্যমগ্রামের একটি শোতে হাজির হয়েছিল অগুনতি মানুষ। সেদিন ভিড়ের পরিমাণ এতটাই বেশি ছিল যে সময়ের অনেক আগেই বন্ধ করে দিতে হয় অনুষ্ঠান।
রূপম ইসলামের কনসার্টে বিপত্তি
মঙ্গলবার মধ্যমগ্রামের পরিবেশ মেলায় ছিল ফসিলসের শো। সেই খবর ছড়িয়ে পড়তেই এদিন বহু মানুষ অনুষ্ঠান দেখতে আসেন। সময়ের সঙ্গে সঙ্গে একদিকে যখন পরপর হিট গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন রূপম, অন্যদিকে বেড়েছে তাঁর ভক্তের সংখ্যা। এত মানুষ এদিন এসেছিলেন যে ভিড় সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খেয়ে যান আয়োজক এবং পুলিশকর্মীরা। ভিড়ের ঠেলায় যশোর রোড, মধ্যমগ্রাম সোদপুর রোডে যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় চরম বিশৃঙ্খলা। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা গুজব।
সূত্রের খবর অনুযায়ী মেলা প্রাঙ্গণে এদিন এমন অবস্থা হয় যে মন্ত্রী রথীন ঘোষ স্টেজে গিয়ে রূপম ইসলামের সঙ্গে কথা বলেন। এবং সময়ের আগেই শেষ করে দেওয়া হয় অনুষ্ঠান। এই ঘটনার পর খোদ গায়ক তাঁর সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন।