এদেশে কনসার্ট করতে এসে বারবারই অনুরাগীদের মন জিতেছেন ক্রিস মার্টিন ও তাঁর ব্রিটিশ ব্র্যান্ড 'কোল্ডপ্লে'। মুম্বই ও আহমেদাবাদ মিলিয়ে মোট ৫টি কনসার্ট ছিল 'কোল্ডপ্লে'র। আর রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল 'কোল্ডপ্লে'-র শেষ কনসার্ট। সেই কনসার্টের সুরের মূর্ছনার মধ্যেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন উপস্থিত দর্শক-শ্রোতাপা। মুগ্ধ হলেন ক্রিস মার্টিনের এমন সুন্দর ব্যবহারে।
ঠিক কী ঘটেছে?
সেসময় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জমিয়ে কনসার্ট করছিলেন ক্রিস মার্টিন। লাল-নীল মনোমুগ্ধ কর আলো, আর সুরের যাদুতে ডুবে ছিল গোটা স্টেডিয়াম। যদিও কনসার্ট তখন একপ্রকার শেষের দিকে। ক্রিস মার্টিন শুরু করেছিলেন 'মাই ইউনিভার্স' গানটি। গানের মাঝেই হঠাৎই তাঁর চোখ পড়ল এক মহিলা অনুরাগীর দিকে। ভিড়ের চাপে তখন তাঁর অবস্থা ছিল খুবই সঙ্গীন। বিষয়টি খেয়াল করেছিলেন ক্রিস মার্টিন। তৎক্ষণাৎ কনসার্ট থামিয়ে দিলেন তিনি। পরিস্থিতি নিজেই সামাল দিলেন মঞ্চ থেকে। আশেপাশের দর্শকদের অনুরোধ করলেন, তাঁকে একটু জায়গা করে দেওয়ার। জানতে চাইলেন, ‘ঠিক আছেন তো?’
ওই অনুরাগী সুরক্ষিত নিশ্চিত হয়ে ফের গান শুরু করেন ক্রিস মার্টিন। ব্রিটিশ গায়কের এমন ব্যবহারে তখন মুগ্ধ তাঁর শ্রোতা ও দর্শক বন্ধুরা।
আরও পড়ুন-স্নান থেকে পোশাক পরানো, খাইয়ে দেওয়া সবই করে দেন রকি, আবেগঘন ক্যানসার আক্রান্ত হিনা
অনুরাগীদের মুগ্ধ করে আরও একটি বিশেষ মুহূর্ত। ক্রিস এক দম্পতিকে অনুরোধ নিয়ে মঞ্চের সামনেই দাঁড়িয়ে থাকতে দেখেন। সেই মুহূর্তটিও নজর এড়ায়নি ক্রিসের। তিনি তাঁকে মঞ্চে উঠে আসতে অনুরোধ করেন। এরপর ক্রিস এভারগ্লো-গানটি গেয়ে শোনান। সবশেষে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে শ্রদ্ধা জানাতে 'বন্দে মাতরম' ‘মা তুঝে সালাম’ গেয়ে শোনান ক্রিস।
শুধু তাই নয়, এদিন কনসার্টে হিন্দি ও গুজরাটি ভাষায় কথা বলে অনুরাগীদের আরও একবার মুগ্ধ করেন ক্রিস মার্টিন।
পারফরম্যান্স
প্রসঙ্গত কোল্ডপ্লের আহমেদাবাদের কনসার্ট ছিল ২৫ এবং ২৬ জানুয়ারিনরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এর আগে ব্রিটিশ এই ব্যান্ডটি ১৮ জানুয়ারি মুম্বইয়ে তাঁদের' মিউজিক অফ দ্য স্ফিয়ারস' ভারত সফর শুরু করে। তারা ১৮, ১৯ এবং ২১ জানুয়ারি নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন। কনসার্ট চলাকালীন, কোল্ডপ্লে অভিনেতা শাহরুখ খান ও ক্রিকেটার জাসপ্রিত বুমরাহকে উদ্দেশ্য করে কথা বলেন। এমনকি অতীতে ব্রিটিশ রাজের নৃশংসতার জন্য ভারতবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন ক্রিস মার্টিন। সচিন টেন্ডুলকার ফাউন্ডেশনের পাঁচ বছর পূর্তি উদযাপনেও উপস্থিত ছিলেন ক্রিস মার্টিন।
গায়ক ক্রিস মার্টিন ছাড়াও, 'কোল্ডপ্লে' ব্যান্ডটিতে গিটারিস্ট হিসাবে রয়েছেন জনি বাকল্যান্ড, বেসিস্ট গাই বেরিম্যান, ড্রামার এবং পার্কিউশনিস্ট উইল চ্যাম্পিয়ন, এবং ম্যানেজার ফিল হার্ভে।