বর্তমান প্রজন্মের কাছে বিশেষ করে তারকাদের কাছে এখন সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সকলের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যা যেখানে নির্ধারণ করে একজন অভিনেতা-অভিনেত্রী কতটা সফল, সেখানে দাঁড়িয়ে আচমকা সমাজমাধ্যমের পাতা থেকে ছুটি নিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।
তবে দেবচন্দ্রিমা যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নন, তা কিন্তু নয়, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সর্বত্র অভিনেত্রী লক্ষাধিক ভক্ত। কাজ থেকে ব্যক্তিগত জীবন, সবকিছু নিয়েই তিনি আপডেট দিতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। প্রতিটি ভিডিয়ো বা ছবি দেখে কমেন্টও করেন বহু মানুষ। এতকিছুর পরেও তাহলে হঠাৎ কেন সমাজ মাধ্যম থেকে ছুট নিতে চাইছেন অভিনেত্রী?
আরও পড়ুন: বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ‘তারে জামিন পর’, ছবি মুক্তির আগে নতুন পন্থা আমিরের
আরও পড়ুন: সামনেই ‘বাৎসরিক’, তারাপীঠে পুজো দিয়ে পুরনো পথে নতুন যাত্রা শুরু শতাব্দীর
কী লিখেছেন দেবচন্দ্রিমা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘ইদ পর্যন্ত নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখব আমি। ইনস্ট্রা, ফেসবুক সবকিছু থেকেই নিজেকে দূরে রাখবো।’ অভিনেত্রীর এই পোস্ট যে কারও নজর এড়ায়নি তা বলায় বাহুল্য।
তবে এই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও দেবচন্দ্রিমা গোটা বিষয় থেকে ভীষণ সাধারন একটি পোস্ট বলে অভিহিত করেছেন। এই বিষয় নিয়ে এই সময় অনলাইনের তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে তিনি গোটা ব্যাপারটা পরিষ্কার করে দেন।
আরও পড়ুন: গাড়ি চালাচ্ছেন, বিজ্ঞাপনে কাজ করছেন, ক্যানসারমুক্ত মিঠু ছোট পর্দায় ফিরবেন কবে?
আরও পড়ুন: অরিন্দমের ছবিতে বড় চমক! অনিল বিশ্বাসের চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ
দেবন্দ্রিমা জানিয়েছেন, মাত্র এক সপ্তাহের জন্য তিনি সমাজ মাধ্যম থেকে ছুটি নিয়েছেন। কাজের ব্যস্ততার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় হলেও আপাতত এক সপ্তাহের জন্য তিনি সমাজ মাধ্যমের পাতা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।