বিদেশ থেকে চোখ ধাঁধানো লোকেশনে একের পর এক ছবি শেয়ার করে চলেছেন দেব আর রুক্মিণী। কোথায় ঘুরতে গিয়েছেন তা না লিখলেও, দুজনে যে একসঙ্গে আছেন তা বুঝতে অসুবিধে হয়নি নেটিজেনদের।
কোথায় ছুটি কাটাচ্ছেন দেব আর রুক্মিণী?
টলিউডের সবচেয়ে বেশি চর্চা এখন যে জুটিকে নিয়ে হয় তাঁরা হলেন দেব আর রুক্মিণী মৈত্র। এখন তো দেখলেই প্রশ্ন ওঠে, কবে করছেন বিয়ে। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও পছন্দ সকলের দেব আর রুক্মিণীর জুটি। শেষ তাঁদের দেখা গিয়েছে ব্যোমকেশে একসঙ্গে। আপাতত বিদেশে ছুটি কাটাতে ব্যস্ত তাঁরা।
সাদা কো-অর্ড সেটে ছবি শেয়ার করেছেন রুক্মিণী মৈত্র। যদিও লোকেশনের কোনও হদিশ দেননি। লোকেশন দেখে পর্তুগালের লিসবন মনে হচ্ছে কারও। আবার দেবের একটা সেলফি দেখে কারও ধারণা অভিনেতা রয়েছেন ভেনিসে।
লোকেশন যাই হোক না, বেড়ুবেড়ুর ছবি দেখতে মন্দ লাগছে না। একসঙ্গে ছবি না দিলেও, দেব-রুক্মিণীর ট্যুরের ছবি একইসময়ে সোশ্যাল মিডিয়ায় আসা বুঝিয়ে দিচ্ছে রয়েছেন তাঁরা জুটিতেই। এর আগেও মলদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন তাঁরা।
দেখে নিন দেব-রুক্মিণীর ভ্যাকেশন অ্যালবাম-
সম্পর্ক নিয়ে এখন আর সেভাবে লুকোছাপা নেই তাঁদের। মুম্বইতে বাঘাযতীনের প্রচারের সময় এক সাক্ষাৎকারে তৃণমূলের তারকা সাংসদকে বলতে শোনা গিয়েছিল, 'রুক্মিণীর মধ্যে খুব স্টেবিলিটি আছে। কাজের অনেক চাপ থাকে যখন, স্ট্রেসে থাকি যখন ও আমার শক্তি হয়ে পাশে থাকে। আমার মানসিক শক্তি ও। আসলে আমি কখনও ভাবিনি যে ও আসার পর আমার জীবনে কী কী বদল এসেছে, কিন্তু ও না থাকলে আমার জীবনে অনেক সমস্যা হবে এটা নিশ্চিত। আমি ওর উপর ভীষণ নির্ভরশীল।'
কাজের সূত্রে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে এরপর রুক্মিণীকে দেখা যাবে ‘বিনোদিনী একটি নটীর উপখ্যান’ ও ‘দ্রৌপদী’ সিনেমায়। সঙ্গে জিতের সঙ্গে প্রথমবার কাজ করবেন ব্যুমেরাং ছবিতে।
ডিসেম্বরে মুক্তি পাবে দেবের প্রধান সিনেমা। শ্যুটিং শেষ। চলছে পোস্ট প্রডাকশনের কাজ। এই সিনেমায় দেবের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দার জনপ্রিয় মিঠাই দেবের বিপরীতেই করছেন টলিউডে ডেবিউ। নর্থ বেঙ্গল আর কলকাতায় হয়েছে ছবির শ্যুট। এই সিনেমায় আরও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, অনির্বাণ চক্রবর্তীরা। টনিক, প্রজাপতি-র পর ফের একবার পরিচালক অভিজিৎ সেনে ও প্রযোজক অতনু ঘোষের সঙ্গে দেব কাজ করেছেন। আর এই তিন মাথা মিলে আগেরবারের মতো এবারেও একটা হিট দেবেন বলেই ধারণা বাংলার দর্শকদের।