বাংলা নিউজ > বায়োস্কোপ > Fighter Advance Booking: রিলিজের চার দিন আগেই বিক্রি তিন কোটির অগ্রিম টিকিট, বক্স অফিসে ঝড় তুলতে আসছে হৃতিকের ফাইটার
পরবর্তী খবর
Fighter Advance Booking: রিলিজের চার দিন আগেই বিক্রি তিন কোটির অগ্রিম টিকিট, বক্স অফিসে ঝড় তুলতে আসছে হৃতিকের ফাইটার
1 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2024, 01:08 PM ISTSubhasmita Kanji
Fighter Advance Booking: এখনও মুক্তি পেতে বাকি চারদিন। এর মধ্যেই হুহু করে বেড়ে চলেছে ফাইটার ছবিটির অ্যাডভান্স বুকিংয়ের আয়।
প্রথম দিনেই প্রায় ৩ কোটির অগ্রিম টিকিট বিক্রি ফাইটারের!
প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ফাইটার। হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং। আর সেখানেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে টিকিট বিক্রির সংখ্যা।
ফাইটার ছবির অ্যাডভান্স টিকিট বুকিং
হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এরিয়াল অ্যাকশন মুভি ফাইটার আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এই ছবিটি অ্যাডভান্স টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুক্তির ৪ দিন আগে এই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হতেই ২ কোটি আয় করে ফেলেছে এই ছবি। এই ছবিটি ইতিমধ্যেই ২.৮২ কোটি টাকা আয় করে ফেলেছে ভারত থেকে হওয়া অ্যাডভান্স টিকিট বিক্রির মাধ্যমে। এখনও পর্যন্ত এই ছবিটির ৮৫ হাজার ৭৮৮ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। সচনিল্কের রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।
ফাইটার ছবিটি মুক্তি পাওয়ার পর এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৭,৫৩৭ শো পেয়েছে। এটি ২ ডি, ৩ ডি, আইম্যাক্স ৩ ডি এবং ৪ ডি ফরম্যাটে দেখা যাবে। তবে এখনও পর্যন্ত হিন্দি ৩ ডি ফরম্যাটে টিকিট সব থেকে বেশি বিক্রি হয়েছে। সেখান থেকেই এই ছবিটি ১.৫৪ কোটি টাকা আয় করেছে।
তবে আঞ্চলিক ভাবে এগিয়ে আছে মহারাষ্ট্র। এই রাজ্যেই সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে ফাইটার ছবির। এরপর আছে দিল্লি, কর্নাটক। তারপর চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ।
ফাইটার ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পাবে। এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখ।