Ira And Nupur Honeymoon: মুম্বইয়ে সই সাবুদ করে বিয়ে করার পর উদয়পুরে সামাজিক রীতিনীতি মেনে ডেস্টিনেশন ওয়েডিং সারেন নূপুর-আইরা। হানিমুনে বালি উড়ে গিয়েছেন দম্পতি।
নূপুর-আইরার হানিমুনের ছবি
বিয়ের পর হানিমুনে বালি উড়ে গিয়েছেন আমির খান কন্যা আইরা খান এবং নূপুর শিখরে। সোশ্যাল মিডিয়ার পাতায় রোম্যান্টিক ছবিও শেয়ার করেছেন নব দম্পতি। বিদেশে চুটিয়ে ছুটি উপভোগ করছেন তাঁরা। জমিয়ে খাওয়া-দাওয়া করছেন, ঘুরেছেন। আইরা-নূপুরের কাপল গোলস ছবি মনে ধরেছে নেটিজেনদেরও।
আমিরের মেয়ে-জামাই ইন্দোনেশিয়ায় গিয়ে শরীরে জুড়ে নিয়েছেন একটি বিশেষ স্থায়ী চিহ্ন। সেটা কী জানেন? কচ্ছপ। হ্য়াঁ, ঠিকই শুনছেন, আইরা তাঁর কলারবোনে একটা কচ্ছপের উলকি করিয়েছেন। আর একইভাবে নূপুরও তাঁর বাইসেপে একটা কচ্ছপের ট্যাটু করিয়েছেন। আইরা ছোট জোড়া কচ্ছপের ট্যাটু শরীরে জুড়েছেন। আর নূপুর তাঁর বাহুতে একটা বড় কচ্ছপ ডিজাইন করেছেন।