বলিউডে ২৫ বছর পূর্ণ করলেন করিনা কাপুর। নিজের কেরিয়ারের এই মাইলফলক উদযাপন করছেন বেবো। ফিভার এফএমের সঙ্গে একটি সাক্ষাত্কারে, অভিনেত্রী ভাগ করে নিয়েছেন যে কীভাবে সবাই তাঁকে বিয়ে না করতে বলেছিল এবং এটিও বলেছিল যে এতে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু তা তাঁকে দমাতে পারেনি, কারণ করিনা ঘোষণা করেন যে, বিয়ে এবং তাঁর দুই সন্তান তৈমুর এবং জেহ-এর জন্ম দেওয়ার পরে তিনি আরও বেশি কাজ করেছেন।
আরও পড়ুন: (বয়স ৪২, তবুও প্রিয়াঙ্কার উজ্জ্বল-রিঙ্কেল ফ্রি ত্বক নজর কাড়ে সবার! নেপথ্যে কী ফাঁস করলেন PC-র মা)
সাক্ষাৎকারে যা বললেন করিনা
নিজের দুটি আইকনিক চরিত্র নিয়ে সাক্ষাতকারে কথা বলেন বেবো। চরিত্রদুটি হল ‘কভি খুশি কভি ঘুম ছবি’-র পু এবং 'জব উই মেট' ছবির গীত। তিনি বলেন, 'পু আর গীত খুব ভালোবাসার পাত্রী। এ কারণেই লোকেরা বিশ্বাস করেছিল যে এটি আমি, কারণ তিনি অন্যদের মতোই সত্যি ছিলেন। দুটো আলাদা জুতো পরে হাঁটার সময়ও পু এত আত্মবিশ্বাসী ছিল... যেন এটা কাউচার ছিল! গীতও এমন একজন ছিলেন যিনি নিজেকে ভালোবাসতেন, জীবনকে ভালোবাসতেন... সে ভাবতে পারেনি আমি পালিয়ে গেলে কি হবে। কোনও না কোনওভাবে আমি কিছুটা এরকমই, কারণ আমিও আমার জীবনে যা চেয়েছি তাই করেছি। মানুষ এই কানেক্টিভিটি দেখতে পছন্দ করে... লোকে বলত, 'বিয়ে করো না! তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে!' আমি বললাম, 'ঠিক আছে, আমার কেরিয়ার যদি শেষ হয়ে যায়, তাই হোক!' বিয়ের পর আরও কাজ করেছি! সন্তান হওয়ার পর! তাই আমি চ্যালেঞ্জ গ্রহণ করা, নিজের ওপর বিশ্বাস রাখা এবং স্রোতের বিপরীতে যাওয়া প্রয়োজন।
আরও পড়ুন: ('বিয়ে টেকানোর জন্য মুম্বই...' সুজেন হৃতিকের ডিভোর্স প্রসঙ্গে এতদিন পর কী বললেন জায়েদ?)
সইফ-করিনার প্রেম
সইফ আলি খান ও করিনা কাপুর খান ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বইয়ে বিয়ে করেন। এর আগে সইফ, অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সইফ-অমৃতার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। অপরদিকে সইফ ও করিনার দুই ছেলে তৈমুর আলি খান (জন্ম ২০১৬) ও জাহাঙ্গীর আলি খান (জন্ম ২০২১)।
কারিনাকে শেষ দেখা গিয়েছে, হনসল মেহতা পরিচালিত সাসপেন্স থ্রিলার 'দ্য বাকিংহাম মার্ডার্স'-এ। এরপর ভক্তরা তাঁকে রোহিত শেঠির সিংঘম এগেইন ছবিতে দেখতে পাবেন। এতে অজয় দেবগণ, অর্জুন কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং রণবীর সিং প্রধান চরিত্রে অভিনয় করেছেন।