২০২৪ সালের মাঝামাঝি সময়টা বিশেষ ভালো ছিল না অরিন্দম শীলের জন্য। আর হবে নাই বা কেন, সেটেই এক উঠতি নায়িকাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ চেপেছিল যে তাঁর কাঁধে। এখানেই শেষ নয়, এরপর ইন্ডাস্ট্রির একাধিক নায়িকা অরিন্দম শীলের নামে মুখ খোলেন। এমনকী অরিন্দম শীলের স্ত্রী তনুরুচি শীল এগিয়ে এসে জানান যে, আইনত এখনও ডিভোর্স হয়নি তাঁর ও অরিন্দমের। এরপর থেকে শুক্লা শিলের সঙ্গে বিয়ের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে থাকে।
যদিও এসবই এখন অতীত। আজকাল হামেশাই পশ্চিমবঙ্গের শাসক দলের নেতানেত্রীদের সঙ্গে দেখা যাচ্ছে অরিন্দমকে। এমনকী, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনেও তিনি ছিলেন নিমন্ত্রিত। এবার জুলাই থেকেই নতুন সিনেমাক শ্যুটিং শুরু করার কথাও রয়েছে। তারই মাঝে কুণাল ঘোষকে নিয়ে অরিন্দম শীল করলেন বড় মন্তব্য। কারণ তাঁর পরের ছবি দিয়েই যে অভিনয়ে ডেবিউ করতে চলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
অরিন্দমের পরের ছবির নাম ‘কর্পূর’। ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের জীবনের উপর ভিত্তি করে লেখা উপন্যাস ‘অন্তর্ধানের নেপথ্যে’। আর এটিকেই সিনেমার পর্দায় তুলে ধরছেন অরিন্দম। ১৯৯৭ সালে মনীষা যেন আচমকা কোথাও ‘হারিয়ে’ যান। যা নিয়ে সেইসময় তোলপাড় হয়।
খবর রয়েছে যে, কোনো এক বাম নেতার (পড়ুন অনিল বিশ্বাস) ভূমিকায় নাকি দেখা যাবে কুণাল ঘোষকে। বাম জমানার অন্যতম বড় বিতর্ক ছিল এটি। এবার দেখার অরিন্দম শীলের পরিচালনায় তা কতটা বড় বিতর্কে তৈরি করে, এই ভোট-পূর্ববর্তী বাজারে।
যদিও অরিন্দম ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে, ‘কর্পূর’ একটি পলিটিক্যাল থ্রিলার হলেও, এর সঙ্গে বাম সরকার বা তৃণমূল সরকারের কোনও মিল দেখানো হবে না। তবে কুণালকে কেন নেওয়া হল হঠাৎ? অরিন্দমের জবাব, ‘যখনই ও কথা বলে, দাপটের সঙ্গে কথা বলে। ক্যামেরার সামনে বিশেষ স্বতঃস্ফূর্ত। কনফিডেন্সের সঙ্গে নিজেকে তুলে ধরে। যা অভিনেতাদের অন্যতম বড় গুণ।’
এরপর কুণাল সম্পর্কে অরিন্দম আরও বললেন, ‘কুণাল ঘোষের মধ্য়ে একজন অভিনেতা লুকিয়ে আছে। আমি সেটা প্রমাণ করে ছাড়ব। সবাই দেখে নেবে, কুণাল পর্দায় কী করে। আমি অনেককে প্রথম কাজ দিয়েছি। তখন আবার লোকজন তা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপর দেখা গিয়েছে যে, পরে তাঁরাই আবার সেই অভিনেতাকে কাস্ট করেছেন। অভিনয় বাছার ক্ষেত্রে আমার চোখ জহুরির মতো। সেটা উপরওয়ালার দান। আর আমার বিশ্বাস, কুণালকে দিয়ে বাংলা সিনেমা আরও একজন নতুন অভিনেতাকে পাবে।’