অভিনেত্রী তথা একসময়ের মিস ইউনিভার্স লারা দত্তের পরিবারের শোকের ছায়া। বাবাকে হারালেন লারা। তাঁর বাবা উইং কমান্ডার এল কে দত্তর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। শনিবার বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে দেখা যায় অভিনেত্রী লারা দত্ত ও তাঁর স্বামী মহেশ ভূপতিকে। লারা দত্তের সেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে লারা দত্তের মুখে বিষণ্ণতার ছাপ ছিল স্পষ্ট।
লারা দত্তের বাবা উইং কমান্ডার এল কে দত্তের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। কিন্তু আজ শনিবার অর্থাৎ ৩১ মে মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। গত ১২ মে ছিল লারা দত্তের ৮৪তম জন্মদিন।
লারা দত্তের একটি ভিডিও সামনে এসেছে যেখানে লারা দত্তকে তার স্বামী মহেশ ভূপতির সঙ্গে সাদা পোশাকে দেখা যায়।
প্রসঙ্গত লারা দত্ত তাঁর বাবার জন্মদিন উপলক্ষে কিছুদিন আগেই একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে তিনি লেখেন ‘এর আগের দিন আমার জন্য আবেগের উত্থান-পতনে পূর্ণ ছিল। ১২ মে আমার জীবনের একটি বিশেষ দিন। শুধু আমার বাবার জন্মদিন নয়, ২৫ বছর আগে যেদিন আমি মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলাম সেদিনও ছিল ১২ মে। সময় খুব দ্রুত বয়ে যায়।’
আরও পড়ুন-চুল পেকেছে কঙ্গনার, 'বলিউড কুইন' বলছেন, ‘বুড়ো হওয়াটা…’
প্রসঙ্গত, লারা দত্তের বাবা, উইং কমান্ডার এল.কে. দত্ত ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন এবং তিনি ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত পাইলটও ছিলেন। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে লারা বলেন, ‘তাঁর বাবা তাঁকে(ইন্দিরা গান্ধীকে অনেকবার বিমানে নিয়ে গেছেন, তাঁর বাবাকে ব্যক্তিগতভাবেও চিনতেন। আমি ছোটবেলায় তাঁর (ইন্দিরা) সম্পর্কে গল্প শুনে বড় হয়েছি। তাই, আমি তাঁর সঙ্গে পরোক্ষভাবে ব্যক্তিগত সংযোগ অনুভব করেছি’। প্রসঙ্গত 'বেল বটম' ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন লারা।