Box Office Pushpa 2vs Baby john: সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির এক মাস হতে চলেছে। স্যাকনিল্কের মতে, ছবিটি চতুর্থ সপ্তাহান্তে ভারতে ১১৫৬.৮৫ কোটি টাকা আয় করেছে। [
পুষ্পা ২: দ্য রুল বক্স অফিস কালেকশন
ওয়েবসাইটটি জানিয়েছে যে ‘পুষ্পা ২: দ্য রুল’ চতুর্থ রবিবারে ১৫.৫ কোটি টাকা নেট ব্যবসা করেছে, যা ২৫ দিনে ভারতে মোট সংগ্রহকে ১১৫৬.৮৫ কোটি টাকায় নিয়ে গিয়েছে। শুক্রবার ছবিটি ৮.৭৫ কোটি টাকা আয় করলেও শনিবার ছবিটি আয় করে ৪২% বেশি ঘরে তোলে ১২.৫ কোটি টাকা। রবিবার আরও ভালো সংগ্রহ দেখা গেল।
পুষ্পা ২: দ্য রুল প্রথম সপ্তাহে ৭২৫.৮ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে ২৬৪.৮ কোটি টাকা এবং তৃতীয় সপ্তাহে ১২৯.৫ কোটি টাকা আয় করেছে। এখন দেখার পুষ্পার এই গাড়ি কোথায় গিয়ে থামে।
বেবি জন বক্স অফিস আপডেট
সর্বশেষ আপডেটে বলা হয়েছে যে ‘বেবি জন’ প্রথম পাঁচ দিনে ২৮.৫১ কোটি টাকা সংগ্রহ করেছে। বেবি জন মুক্তির প্রথম দিনে ১১.২৫ কোটি টাকা সংগ্রহ করেছিল এবং দ্বিতীয় দিন থেকে ক্রমশ আয় কমতে থাকে। পরের দিনগুলিতে খুব কমই বক্স অফিস কালেকশন দেখা যায় এই ছবির। প্রতিবেদনে বলা হয়েছে, বরুণ ধাওয়ান অভিনীত এই সিনেমাটি প্রথম রবিবার ১৬.৭৬ শতাংশ হিন্দি অকুপেন্সি ছিল।
তুলনায় আল্লু অর্জুনের পুষ্পা ২ বেবি জনের চেয়ে অনেক ভালো পারফর্ম করছে। আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে রোববার ১৪.৫৩ কোটি টাকা আয় করেছে। এমন খবরও পাওয়া গিয়েছে যে, বেবি জনের বেশ কয়েকটি শো ইতিমধ্যে অনেক প্রেক্ষাগৃহ বন্ধ করে দিয়েছে এবং মার্কোর সঙ্গে তা প্রতিস্থাপন করা হয়েছে- আরেকটি অ্যাকশন থ্রিলার যাতে দক্ষিণী অভিনেতা উন্নি মুকুন্দন প্রধান চরিত্রে অভিনয় করেছেন।