Tele Academy Awards 2023: মরণোত্তর সম্মান পেলেন ঐন্দ্রিলা, একই মঞ্চে পুরস্কৃত সব্যসাচী বললেন, ‘খুব কষ্টের…’
Updated: 25 Aug 2023, 09:08 AM IST Tulika Samadder 25 Aug 2023 Sabyasachi Chowdhury, Aindrila Sharma, Aindrila-Sabyasachi, Television Award 2023, ঐন্দ্রিলা শর্মা, সব্যসাচী চৌধুরী, জিয়ন কাঠিঐন্দ্রিলা শর্মার চলে যাওয়া এখনও মন থেকে মেনে নিতে ... more
ঐন্দ্রিলা শর্মার চলে যাওয়া এখনও মন থেকে মেনে নিতে পারেননি দর্শক। তবে জিয়ন কাঠি নায়িকার মরনোত্তর সম্মান পাওয়া কিছুটা হলেও সেই কষ্ট লাঘব করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রীর মা ও বাবা।
পরবর্তী ফটো গ্যালারি