বড় দিনের আগে বাংলার বক্স অফিসে বড় টক্কর। একসঙ্গে চারটি বাংলা ছবি শুক্রবার মুক্তি পেয়েছে এ রাজ্যে। শুরুতেই রয়েছে দেবের খাদান। ৬-৭ কোটির বাজেটে তৈরি এই ছবি ঘিরে শুরু থেকেই চর্চা, রাজ্যজুড়ে পুরোদমে ছবির প্রচারও সেরেছেন দেব। তার পরেই রয়েছে সন্তান। রাজ চক্রবর্তীর এই ছবি প্রযোজনার দায়িত্বে টলিউডের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা এসভিএফ। আরও পড়ুন-‘একই হলে ছবি রিলিজ করছে…’, দেবকে বিয়ের স্বপ্ন ছিল, ক্রাশের সঙ্গে মুখোমুখি লড়াই! আবেগে ভাসলেন অন্বেষা
পুষ্পা ২-এর সঙ্গে হল দখলের লড়াইতে বেগ পেতে হয়েছে খাদান, সন্তানকেও সে জায়গায় অন্য দুই ছবি চুনোপুঁটি। এদিন মুক্তি পেয়েছে পরিচালক মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেন এবং প্রতীম ডি গুপ্তার চালচিত্র। শো সংখ্যার নিরিখে প্রথমের দুই ছবির চেয়ে অনেকটাই পিছিয়ে অপর দুই ছবি। তবে সেই নিয়ে হতাশা নেই মানসীর। কারণ মানসী জানেন ছবি ভালো হলে, শো সংখ্যা বাড়বে। কিন্তু যে শো চলছে, সেখানে যদি শান্তি করে দর্শক ছবিটাই না দেখতে পায়?
এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ পরিচালক। কারুর নাম না করেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি, তবে পরিচালকের নিশানা যে দেব-ভক্তদের দিকে তা কারুর বুঝতে বাকি নেই। দেবের খাদান নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিন্তু তার মাশুল কেন গুণবেন মানসী সিনহা? সমাজমাধ্যমে বিস্ফোরক পোস্টে তিনি লেখেন, ‘না হয় আমাদের ছবির বেশি প্রেক্ষাগৃহ পাওয়ার যোগ্যতা নেই। না হয় আমাদের ‘ফ্যান ক্লাব’ নেই। না হয় আমাদের বাজনা বাজানোর মতো টাকা নেই, তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখাবার অধিকারও কি নেই? আজকে স্টার থিয়েটারে মর্নিং শোয়ে শেষের একটু আগে পৌঁছে দেখি, ওরে বাবা কী আওয়াজ! ভক্তেরা নাচছেন। নিশ্চয়ই নাচবেন। পছন্দের নায়কের ছবি বলে কথা। তাই বলে, ভিতরে যে একটা অন্য ছবিও দেখানো হচ্ছে, তার কথা ভাববেন না? এ কেমন ব্যাপার? এটা খুব খারাপ লাগল। হল কর্তৃপক্ষ কী করতে পারেন, যদি আমরাই পরস্পরের কথা না ভাবি?’
স্টার থিয়েটারে এদিন দর্শকদের প্রতিক্রিয়া জানতে সরাসরি পৌঁছেছিলেন মানসী। ওদিকে সেই শো-এর পরই খাদানের শো। আগে থেকেই জমায়েত দেব ভক্তদের, চলল দেদার নাচাগানা হুল্লোড়। সেইসব দেখেশুনেই হতভম্ব পরিচালক। তবে খাদান-উৎসব কিন্ত জোরালো তা বলছে ছবির টিকিট বিক্রির হার। গত ২৪ ঘণ্টায় ২২ হাজারেও বেশি টিকিট বুক মাই শো-তে বিক্রি হয়েছে।
কিন্তু মানসীর সমস্যাও একদম ফেলে দেওয়ার মতো নয়। পরিচালক-অভিনেত্রীর প্রতি সহমর্মিতা জানিয়েছেন তাঁর ফলোয়াররা। মানসীর প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’ চলতি বছরের অন্যতম ব্যবসা সফল ছবি। মাত্র কয়েক লাখ টাকায় বানানো এই ছবি ২ কোটির গণ্ডি পার করেছে বক্স অফিসে। প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন মানসী। ধরে খেলতে জানেন পরিচালক। এবারও বিপক্ষকে সহজে জমি ছাড়তে না-রাজ।