Mimi-Abir: সামনে মিমি, রক্তে ভেজা শার্ট পরে বসে আবির, কী আবার ঘটল?
Updated: 16 Oct 2023, 03:56 PM IST Ranita Goswami 16 Oct 2023 Tollywood, Entertainment, Mimi Chakraborty, Abir Chatterjee, Raktabeej Shooting, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীমিমি জানিয়েছেন 'রক্তবীজ'-এর শ্যুটিংয়ের জন্য নিয়মিত বুলেট চালানো অনুশীলন করেছেন তিনি। এক্ষেত্রে তিনি একটা বিলাসবহুল আবাসনের বেসেমেন্টে অনুশীলন করতেন। কারণ রাস্তায় চালানোটা ভীষণই ঝুঁকিপূর্ণ হয়ে যেত। দীর্ঘ অনুশীলনের পর শেষপর্যন্ত শ্যুটিংয়ের দিন তিনি রাস্তায় গাড়ি চালিয়েছেন।
পরবর্তী ফটো গ্যালারি