বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। আর সেখানেই তিনি জানালেন নতুন ট্যাক্স রেজিম অনুযায়ী ১২ লাখ পর্যন্ত যাঁদের আয় তাঁদের দিতে হবে না কোনও আয়কর। আর কী! তারপরই গোটা সোশ্যাল মিডিয়া ভাসছে আনন্দ উচ্ছ্বাসে। বইছে মিমের বন্যা। সকলেই যে অর্থমন্ত্রীর এই ঘোষণায় ব্যাপক খুশি সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: দুলারী দেবী বাসন মাজতেন লোকের বাড়িতে, আজ তাঁর দেওয়া শাড়ি পরেই বাজেট পেশ নির্মলার!
নতুন আয়কর নিয়ম নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস নেটপাড়ায়
এদিন একাধিক মিম ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এর মধ্যে একটি মিমে দেখা যাচ্ছে কভি খুশি কভি গম ছবি থেকে জয়া বচ্চনের থালা হাতে শাহরুখকে বরণ করার সেই আইকনিক মুহূর্তের ছবিটি মর্ফ করে সেখানে বসানো হয়েছে নির্মলা সীতারমনের মুখ। আর এটার মাধ্যমেই বোঝানো হয়েছে যে সকলেই অর্থমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
আবার কোনও মিমে দেখা যাচ্ছে এই ঘোষণা শুনে মধ্যবিত্তদের মনের অবস্থা কী সেটার ঝলক। সকলেই যে এখন পার্টি মুডে সেটা ভিডিয়ো পোস্ট করে তুলে ধরা হয়েছে।
কেউ আবার লেখেন, 'নতুন ট্যাক্স রেজিম শোনার পর মধ্যবিত্তদের পার্টি শুরু।' কোথাও আবার চক দে ইন্ডিয়ায় ভারত জেতার পর শাহরুখ যে এক্সপ্রেশন দিয়েছেন সেটা পোস্ট করা হয়েছে।
বাদ যায়নি লাগান ছবিতে লাগান মকুব করার পর ভুবনের গ্রামের বাসিন্দাদের আনন্দ মাখা মুখের ছবিও। ফলে এক কথায় আজ যে নেটপাড়া পুরোপুরি পার্টি মুডে আছে সেটা নিঃসন্দেহে বলা যায়।
আরও পড়ুন: রঞ্জিনীকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফেরাতে চান মানসী! পরিবর্তে কাকে বাদ দিতে চাইলেন শো থেকে?
আরও পড়ুন: ভক্তদের খুশি করতেই চুমু খেয়েছেন, ট্রোলড হতেই সাফাই উদিতের! বললেন, 'এসবে এত নজর দেওয়া উচিত না'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, নির্মলা সীতারমন ইতিহাস তৈরি করলেন। তিনি ভারতের প্রথম অর্থমন্ত্রী যিনি পরপর আটটা ইউনিয়ন বাজেট পেশ করলেন। আর সেই উপলক্ষে তিনি এই মধুববী শিল্পের শাড়ি পরে এসেছিলেন। নির্মলা সীতারমন এদিন যে শাড়ি পরে বাজেট পেশ করলেন সেটা কোনও নামী দামী ফ্যাশন ডিজাইনারের বানানো নয়। পদ্মশ্রী প্রাপক মধুবনী শিল্পী দুলারী দেবী তাঁকে নিজের হাতে এই শাড়িটি বানিয়ে উপহার দিয়েছেন।