Satish Kaushik passes away: ‘এখনও বিশ্বাস হচ্ছে না, আপনি নেই’, সতীশের শোকে স্তব্ধ বলিউড
Updated: 09 Mar 2023, 12:04 PM IST Priyanka Bose 09 Mar 2023 সতীশ কৌশিক প্রয়াত, সতীশ কৌশিক মৃত, Satish Kaushik passes away, Satish Kaushik death, Satish Kaushik latest news, bollywood celebs, condolencesSatish Kaushik passes away: বৃহস্পতিবার, ৯ মার্চ প্রয়াত হন অভিনেতা সতীশ কৌশিক। হাসপাতালে যাওয়ার পথেই হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। ভারতীয় সিনেমা এবং টেলিভিশন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সতীশ কৌশিক। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব।
পরবর্তী ফটো গ্যালারি