সম্প্রতি ভারত সফরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী তাঁর ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই দেশে এসেছেন। সিদ্ধার্থ চোপড়ার প্রাক-বিয়ের অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে, আর সেখানেই দেখা গিয়েছে ভারতের ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে সেজে উঠেছেন দেশী গার্ল। তিনি মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি ম্যাজেন্টা রঙের শিফন শাড়ি পরেছিলেন। গলায় ও হাতে পরেছিলেন বুলগারির গয়না। এর দাম কত জানেন?
ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউস বুলগারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া, তাঁদের ডিজাইন করা গয়নাই বেছে নিয়েছিলেন। তিনি তাঁদের সার্পেন্টাইন সংগ্রহ থেকে একটি হীরের ব্রেসলেট এবং একটি ভিনটেজ মুক্তার চোকার নেকলেস পরেছিলেন। ব্রেসলেটটিকে সার্পেন্টি ভাইপার ব্রেসলেট বলা হয়। ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে তৈরি এই ব্রেসলেটটি পুরোটাই পাভে হীরে দিতে কাজ করা। এর ডিজাইনের বিশেষত্ব হল এটি সাপের মতো কুণ্ডলী পাকিয়ে থাকে। বুলগারির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,৭৯,০০০ টাকা।
আরও পড়ুন: 'আসলে খুবই অসভ্য…' কপিল শর্মাকে নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মুকেশ খান্না
ভিনটেজ মুক্তোর চোকার নেকলেসটি মুক্তো, রুবি এবং হীরে দিয়ে তৈরি। যদিও নেকলেসটির দাম অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়নি, তবে রিপোর্ট অনুযায়ী, নেকলেসটির দাম প্রায় ভারতীয় মুদ্রায় ৮ কোটি টাকা।
প্রিয়াঙ্কা চোপড়ার সাজ সম্পর্কে
প্রিয়াঙ্কা তাঁর ভাইয়ের বিয়েতে মনীশ মালহোত্রার কাস্টম ডিজাইন করা একটি ম্যাজেন্টা রঙের শিফন শাড়ি পরেছিলেন। নয় গজ ফুলের মোটিভ দেওয়া এবং চকচকে সিকুইন কাজ করা নুডুলস স্ট্র্যাপ ব্যাকলেস একটি ম্যাচিং ব্লাউজ বেছে নিয়েছিলেন। ঠোঁট গোলাপি লিপস্টিক, হালকা গোলাপি আভার মেকআপে সেজে উঠেছিলেন দেশি গার্ল।
আরও পড়ুন: দেশি লুকে ভাইয়ের বিয়েতে হাজির প্রিয়াঙ্কা! নিক নয়, সঙ্গে কোন প্রিয়জন এলেন?
তাঁর একার ছবি ছাড়াও মুম্বইতে শুক্রবার রাতের অনুষ্ঠানের কিছু ছবিও প্রকাশ্যে আসে। এই ছবিগুলি ওই অনুষ্ঠানের এক অতিথি, সেলিব্রিটি ডাক্তার গাইনোকোলজিস্ট কিরণ কোয়েলহো তুলেছেন। সেখানেই একটি ছবিতে অভিনেত্রীকে তাঁর মা মধু চোপড়ার সঙ্গে দেখা গিয়েছে। অনুষ্ঠানে তিনি মায়ের সঙ্গে দাঁড়িয়ে ভাইকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। তাঁর মা মধু চোপড়া একটি লিলাক শাড়ি পরেছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ বর-কনে সিদ্ধার্থ এবং নীলম ট্যুইনিং করেছিলেন নীল পোশাকে। নীলমের পরনে ছিল একটি হালকা নীল রঙের গাউন। অন্যদিকে, সিদ্ধার্থ পরেছিলেন স্যুট। শুক্রবার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের প্রিয়াঙ্কাকে একা দেখা গিয়েছে, তাঁর সঙ্গে নিক ছিলেন না।
প্রিয়াঙ্কার ভারত সফর সম্পর্কে
অভিনেত্রী শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন, তার কিছু ঝলকও ক্যামেরাবন্দি করা হয়। প্রিয়াঙ্কা, মাত্র কিছু দিন হল হলিউডে তাঁর আসন্ন ছবি 'দ্য ব্লাফ'-এর কাজ শেষ করেছেন। বিমানবন্দরে তাঁকে একটি সাদা ক্রপড টপ সঙ্গে ম্যাচিং ট্র্যাক প্যান্টে দেখা গিয়েছিল।