দেশের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির সঙ্গে চলতি বছরেই ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছেন রাধিকা মার্চেন্ট। অম্বানি পরিবারের ছোটবউকে ঘিরে নেটপাড়ায় কৌতুহলের শেষ নেই। রাধিকা-অনন্তের বিয়ে ছিল চলতি বছরের অন্যতম হাইলাইট। রাধিকার সাজ থেকে চলন-বলন, সব নিয়েই মাতামাতি সোশ্যাল মিডিয়ায়। শাশুড়ি-শ্বশুর দুজনেরই ভীষণ আদরের ‘ছোটি বহু’।
ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের (ডিএআইএস) বার্ষিক দিবসের অনুষ্ঠানের একটি মুহূর্ত ভাইরাল সোশ্যালে। ইভেন্ট শেষে মুকেশ আম্বানি ছোট বউমা রাধিকা মার্চেন্টের সাথে একই গাড়িতে ফ্রেমবন্দি হয়। বউমা-শ্বশুরের সেই হৃদয়গ্রাহী ক্লিপ সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে।
ভোমপ্লা ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মুকেশ আম্বানি রাধিকা মার্চেন্টকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরছেন। ক্যাপশনে লিখেছেন, 'মুকেশ আম্বানি ও রাধিকা মার্চেন্ট! স্কুলের বার্ষিক ছুটি শেষে বাড়ি ফেরার পথে বউমার গাড়িতে চড়ে বসেন শ্বশুরমশাই।
ক্লিপটি দেখুন এখানে:
নীতা আম্বানির হৃদয় জয় করা ভিডিয়ো
অপর এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা আরেকটি ভিডিওতে, ডিএআইএস-এর চেয়ারপার্সন নীতা আম্বানিকে ইভেন্ট চলাকালীন ফটোগ্রাফারদের জন্য পোজ দিতে দেখা গেছে। তবে তার মিষ্টি স্বভাব ফের একবার উঠে এল চর্চায়। পোজ দেওয়ার পরে, তিনি ফটোগ্রাফারদের উষ্ণভাবে জিজ্ঞাসা করেছিলেন, ‘খাবার পাঠাব নাকি?’ উৎসাহী প্রতিক্রিয়া শুনে তিনি বলেন, ‘আচ্ছা পাঠাচ্ছি’।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে তিনি ফটোগ্রাফারদের জন্য খাবারের প্যাকেট ব্যবস্থা করার জন্য কাউকে নির্দেশ দিচ্ছেন, শেষে তিনি ‘অবশ্যই খেয়ে যেও’ বলে গেলেন সাংবাদিক বন্ধুদের।।
ক্লিপটি দেখুন:
অনুষ্ঠান চলাকালীন, নীতা আম্বানি বার্ষিক নাটকের আগে একটি মর্মস্পর্শী বক্তৃতা দিয়েছিলেন, তার স্বামী মুকেশ আম্বানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, যিনি শুরু হওয়ার পর থেকে ডিএআইএসের বার্ষিক দিবসটি কখনও মিস করেননি। এরপরে তিনি সাপোর্ট স্টাফদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকার করে নেন, যাঁরা এই স্কুলের আসল হিরো। তিনি বলেন, ‘আমি আমাদের স্কুলের স্তম্ভগুলিকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই - আমাদের প্রধান, শিক্ষক, কর্মী এবং আমাদের সমস্ত বাস ডিডি, লিফট ভাইয়া, হাউসকিপিং দিদি এবং ভাইয়া, ক্যান্টিন কর্মী, নার্স এবং সুরক্ষা দল যারা সর্বদা হাসিমুখে আমাদের বাচ্চাদের স্বাগত জানায় এবং যত্ন নেয়’।
শাহরুখ খান, কারিনা কাপুর, শহীদ কাপুর, করণ জোহর, ঐশ্বরিয়া রাইয়ের মতো বলিউড তারকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কারণ এই স্টারকিডদের ছেলেমেয়েরা এই স্কুলেই পড়ে।