সোমবার 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ বিতর্কিত মন্তব্যের জেরে রণবীর আল্লাহবাদিয়াকে মহারাষ্ট্রের মুম্বইয়ের নভি সাইবার সেলের সদর দফতরে দেখা করতে যেতে হয়েছিল। তবে কেবল রণবীর নন, ইউটিউবার আশিস চঞ্চলানিও দেখা করতে গিয়েছিলেন মহারাষ্ট্র সাইবার সেলের সদর দফতরে। দু'জনেই ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ মামলায় নিজেদের বয়ান রেকর্ড করতে গিয়েছিলেন।
আশিস ও রণবীর মহারাষ্ট্র সাইবার সেলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। দু'জনেই আধিকারিকদের বলেছিলেন যে তাঁরা তাদের বক্তব্য রেকর্ড করতে চান। মহারাষ্ট্র সাইবার সেল তাঁদের দুজনকেই এদিন বক্তব্য রেকর্ড করার জন্য সমন পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: রূপকথার মতো সুন্দর! ১৩ বছর প্রেম, বিয়ে করলেন বাংলাদেশের মেহজাবিন, কী করেন পাত্র?
এএনআই সূত্রে দেখা গিয়েছে, গণমাধ্যমে নজর এড়িয়ানোর জন্য মুখে কালো মাস্ক পরে গিয়েছিলেন রণবীর। বিকেল ৫টা নাগাদ সদর দফতর থেকে তাঁকে বের হতে দেখা যায়। বেরিয়ে তিনি একটি প্রাইভেট ক্যাবে চড়ে চলে যান। অন্যদিকে, আশিস তাঁর গাড়িতে এক ঘন্টা পর চলে যান।
মহারাষ্ট্র সাইবার আধিকারিকরা রণবীর ও আশিসকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এজেন্সি কর্তৃক জারি করা পূর্ববর্তী সমন এড়িয়ে যাওয়ার পরে তাঁরা দু'জন নবি মুম্বইয়ের সাইবার সদর দফতরে আলাদাভাবে হাজির হয়েছিলেন। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ রণবীর ও আশিস সাইবার হেডকোয়ার্টারে হাজির হয়েছিলেন। এরপরই তাঁদের বয়ান রেকর্ড করা হয় বলে জানিয়েছেন এক আধিকারিক।
কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ বাবা-মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন করে ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্কের জড়িয়ে পড়েছিলেন রণবীর।
আরও পড়ুন: ‘এটাতেই শ্যুটিং করব…', উত্তম কুমারের জনপ্রিয় ছবিতে ব্যবহৃত গাড়ির অবাক করা গল্প
প্রতিযোগীকে কী জিজ্ঞেস করেছিলেন রণবীর?
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর ওই ভাইরাল ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে প্রতিযোগীতায় অংশ নিতে আসা ওই প্রতিযোগীকে রণবীর জিজ্ঞাসা করছেন, ‘আপনি কি আপনার মা-বাবাকে সারা জীবন যৌনমিলনে লিপ্ত হতে দেখতে চান? নাকি তাতে একবার যোগ দিয়ে সেটাকে সারা জীবনের মতো বন্ধ করে দিতে চান?’ রণবীরের মুখে এই প্রশ্ন শুনে স্বাভাবিক ভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন প্রতিযোগী। তখন সময় রায়না বলেন, ‘এগুলো সব ওঁর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।’