একসময় তিনি ছিলেন বলিউডের অন্যতম সুপারহিট নায়িকা। মাঝে অবশ্য দীর্ঘ সময় অভিনয় দুনিয়া থেকে দূরেই ছিলেন রবিনা। যদিও সম্প্রতি ফের অভিনয়ে ফিরেছিলেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবিনা ট্যান্ডনের একটি ভিডিয়ো। যেখানে মুম্বইয়ে আয়োজিত একটি গণ-বিবাহের আসরে যোগ দিতে দেখা গিয়েছে রবিনাকে। আর সেখানেই একটা কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী।
কী এমন করেছেন রবিনা?
অভিনেত্রী সেই বিয়ের আসরে বর-কনেকে তাঁর নিজের এবং তাঁর স্বামীর নাম খোদাই করা বালার একটি সেট উপহার দিচ্ছেন। যেটি কিনা নিজের বিয়েতে পেয়েছিলেন রবিনা। খুব স্বাভাবিকভাবেই সেটা তাঁর কাছে অমূল্য সম্পদ। এবিষয়ে অভিনেত্রী বলেন, ‘পাঞ্জাবি বিয়ের রীতি অনুসারে নতুন কনে ৪০ দিনর জন্য হাতে চুড়া পরে থাকেন। আর আমি আমার বিয়ের দিন থেকেই এই দুটি বালা পরে আছি। যার একটিতে আমার, অপরটিতে আমার স্বামীর নাম খোদাই করা রয়েছে। আমি এই দুটো বালার যেটিতে আমার নাম রয়েছে, সেটা কনেকে, আর যেটায় অনিলের নাম রয়েছে, সেটা আমি নতুন বরকে উপহার হিসাবে পরিয়ে দিতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অভিনেত্রীর এমন ব্যবহারে মুগ্ধ হন। উল্লাসে ফেটে পড়েন। এদিকে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি বর-কনেও। রবিনাকে চুড়িগুলি উপহার দেওয়ার পর নব দম্পতির হাতে চুমু খেতেও দেখা যায়। মঞ্চ ছাড়ার আগে তিনি কনেকে জড়িয়েও ধরেন। এদিক তিনি ভারি সোনালি সূক্ষকাজের লাল কুর্তা পরে সেই বিয়ের আসরে হাজির হয়েছিলেন।
অভিনেত্রীর এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। এক নেটিজেন প্রশ্ন করেন, 'এটা কি আসল সোনা? ওয়াও।' আরেকজন মন্তব্য করেন, 'তিনি একজন রত্ন'। ' তৃতীয় অনুরাগী লিখেছেন, ‘সত্য়িই দারুণ উপহার।’ এভাবে অনেকেই রবিনাকে কুর্নিশ জানিয়েছেন।
প্রসঙ্গত রবিনা ট্যান্ডলকে শেষবার দেখা গিয়েছে সঞ্জয় দত্ত, পার্থ সামথান, খুশালি কুমার এবং অরুণা ইরানির সঙ্গে ‘ঘুড়ছেদি’ ছবিতে। ছবিটি জিও সিনেমাতে রয়েছে। এরপর রবিনাকে অভিনেতাকে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতেও দেখা যাবে। আনিস বাজমি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, সঞ্জয় দত্ত, দিশা পাটানি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, ফরিদা জালাল এবং জনি লিভার। ২০২৫-এর শেষের দিকে ছবিটি সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।