সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীচৈতন্যদেবের কথাকে তিনটি সময়ের প্রেক্ষাপটে তুলে ধরা হবে এই ছবিতে। শীঘ্রই শ্যুটিং শুরু হবে ছবির। তার আগে বর্তমানে চলছে এই ছবির প্রস্তুতি। প্রকাশ্যে এল ছবি।
কী ঘটেছে?
এদিন রানা সরকার বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এনেছেন যেখানে দেখা যাচ্ছে কীভাবে লহ গৌরাঙ্গের নাম রে ছবিটির প্রস্তুতি চলছে। শ্যুটিং শুরুর আগে রিহার্সাল করে নেওয়া হচ্ছে। প্রযোজক রানা সরকার এদিন যে ছবি প্রকাশ্যে এনেছেন সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একটি পেস্তা রঙের চিকনকারী কুর্তি এবং জিন্স পরে, হাতে ঝোলা নিয়ে মঞ্চে অভিনয় করছেন কখনও, তো কখনও আবার সৃজিত মুখোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়ে সিন বুঝিয়ে দিচ্ছেন। প্রসঙ্গত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে ধরা দেবেন শুভশ্রী।
এদিন এই ছবিগুলো প্রকাশ্যে এনে রানা সরকার লেখেন, 'আমি দেখিনু গৌরাঙ্গ চান্দে। ও রূপ দেখিয়া আকুলি-বিকুলি, পরিলাম পিরিতি ফান্দে।' তিনি এদিন আরও লেখেন, 'সিনেমাকে প্রেমিকার মতো সাজাই, যত সাজাই তত সুন্দর লাগে, আরও প্রেম বাড়ে, আরও সাজাই, আরও আরও... অন্তহীন এই অ্যাড্রিনালিন রাশ, লহ গৌরাঙ্গের নাম রে সিনেমার রিহার্সাল থেকে।'
লহ গৌরাঙ্গের নাম রে প্রসঙ্গে
ছবিতে তিনটি সময়কাল এক সুতোয় বেঁধে তুলে ধরা হবে। সৃজিতের ছবিতে শ্রীচৈতন্যর সময়কাল, নটী বিনোদিনী-গিরিশ ঘোষের সময় কাল এবং বর্তমান সময় এক সুতোয় বাঁধা পড়বে। ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে, তাঁর স্ত্রীর বেশে থাকবেন আরাত্রিকা মাইতি। অন্যদিকে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবিতে নটী বিনোদিনী। নটী বিনোদিনীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল 'চৈতন্যলীলা'। অন্যদিকে, ছবির মধ্যেও একটি ছবি হতে দেখা যাবে। সেই ছবির নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত। পেশার খাতিরে সেও সাজবে শ্রীচৈতন্য। এই ছবিতে ইশা সাহা ছবির নির্দেশকের ভূমিকায় রয়েছেন। অনেকেই প্রথমে অনুমান করেছিলেন ইশাকে বুঝি ইন্দ্রনীলের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। সে ধারণা সম্পূর্ণ ভুল। ইন্দ্রনীলের স্ত্রীর ভূমিকায় থাকছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়া জানা গিয়েছে যিশুকে নিত্যানন্দ প্রভুর চরিত্রে দেখা যেতে পারে। বয়সে বড় হলেও এই নিতাই ছিলেন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান এবং অন্তরঙ্গ সঙ্গী।
এই সমস্ত লুকের মেকআপ করেছেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু এবং পোশাক পরিকল্পনা করেছেন সাবর্ণী দাস। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই ছবির শ্যুটিং শুরু হবে। 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিটির প্রযোজনায় যৌথ ভাবে করেছেন রানা সরকার এবং এসভিএফ। কলকাতায় শ্যুটিং হবে, রথযাত্রার সময়ে পুরীতে শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।