১৫ অগস্ট সকালে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যেখানে তাঁকে শাঁখ বাজাতে দেখা যায়। এভাবেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি। তবে সেই ভিডিয়ো নিয়ে এখন চারদিকে মিমের বন্যা। কেউ কেউ দেখে বলেছেন, ‘চুষে শাঁখ থেকে জল খাচ্ছেন’!
শুধু সাধারণ মানুষই নয়, একাধিক তারকাও ঋতুপর্ণার এই ভিডিয়ো নিয়ে খুলেছিলেন মুখ। আর এবার দেখা গেল, নিজের ওয়াল থেকে তা সরিয়ে ফেলেছেন অভিনেত্রী। বিতর্ক থেকে পিঠ বাঁচাতেই কি এই সিদ্ধান্ত ঋতুপর্ণার, উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: ‘বাবা নেই, গাইড করার কেউ…’! আরজি কর নিয়ে সরব, শ্রীলেখার নিরাপত্তা নিয়ে ভয়ে পরিবার
একজন কমেন্টে লেখেন, ‘এটা জল শঙ্খ রে পাগলি, এটা ফু দিয়ে ফুটো করে দিলেও আওয়াজ হবে না। ইতি পোসেনজিত’। দ্বিতীয়জন লেখেন, ‘প্রথমত, আপনার শঙ্খ পরে বাজছে আর মিউজিকটা একটু আগে স্টার্ট হয়েছে। দ্বিতীয়ত, দিদিভাই ওটা চোষে না আপনার ক্যালসিয়াম দরকার হলে ট্যাবলেট খান। আর তৃতীয়ত, শঙ্খ বাজালে মুখটা আই মিন গালগুলো ফুলে যায়, চুপসে যায় না। দিদি এটা খুব সেনসিটিভ ইস্যু একজন নারী হিসাবে এটা আপনার ভাবা উচিত। এটা নাটকের রঙ্গমঞ্চ না প্রপ নিয়ে আপনি নাটক করে করবেন। মন থেকে চাইলে করবেন। সবাই বলছে, না বললে লোকে কথা শোনাচ্ছে, তাই একটা অভিনয় করে দেই, এমনটা করবেন না। শুধু আপনি না, অনেকেই করছেন।’
আরও পড়ুন: সবচেয়ে পিছিয়ে অক্ষয়ের খেল খেল মে, বেদা-কে হারিয়ে ২য় দিনে কত আয় স্ত্রী ২-র?
শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, নেটমাধ্যমে চরম ট্রোল হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। বাংলার দিদি নম্বর ১, মহানায়ক পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী রচনা একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে কেঁদে ফেলতে দেখা যায়। আর এই কান্নাকেই ‘নাটক’ আখ্যা দিয়েছে একাংশ। এমনকী, রচনাদিদির কান্না নিয়ে ট্রোল করেছেন সাহানা বাজপেয়ী, শ্রীলেখা মিত্রও।
আরও পড়ুন: এবার ধুমধাম করে অপরাজিতা আঢ্য দিলেন দাদা-বউদির রিসেপশন পার্টি, কারা এল টলিউডের
ঋতুপর্ণা ইতিমধ্যেই মুছে দিয়েছেন ভিডিয়ো। তবে টলি-তারকাদের উপর জনরোষ বাড়ছে। সেভাবে খুব কম তারকাই এগিয়ে এসেছিলেন প্রথমদিকে। সৃজিত থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী থেকে দেব, অনেক সাধারণ মানুষই পছন্দের পরিচালক-নায়কদের ব্যবহারে কষ্ট পেয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।