1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2024, 08:41 PM ISTSubhasmita Kanji
Rohan-Angana: বেশ কয়েকদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায় নাকি প্রেম করছেন। এদিন একটি পোস্ট করে সেই জল্পনা আরও উসকে দিলেন খোদ অভিনেতা।
সত্যি সত্যি প্রেম করছেন রোহন-অঙ্গনা?
অঙ্গনা রায়কে এতদিন মানুষ মূলত বড় পর্দা এবং ওয়েব সিরিজে দেখেছেন। কিন্তু তিনি সদ্যই স্টার জলসার জনপ্রিয় মেগা তুমি আসে পাশে থাকলের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। বেশ কয়েক মাস হয়ে গেল এই ধারাবাহিক শুরু হওয়ার। এখানে তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা রোহন ভট্টাচার্যকে। বেশ কয়েকদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল তাঁরা নাকি চুপিচুপি প্রেম করছেন। যদিও অভিনেত্রী আগে জানিয়েছিলেন যে সেটা সত্য নয়। তাঁরা কেবলই বন্ধু। কিন্তু এদিন রোহন যে ছবি পোস্ট করেন তাতে নতুন করে জল্পনা উসকে গেল।
রোহন ভট্টাচার্য এদিন অঙ্গনার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে অভিনেত্রীকে একটি কমলা রঙের পোশাকে দেখা যাচ্ছে। অন্যদিকে রোহনের পরনে কমলা শার্ট এবং সাদা স্যুট। তাঁরা একে অন্যের পাশে আদুরে ভঙ্গিমায় পোজ দিয়ে ছবি তুলেছেন।
সেই ছবি পোস্ট করে রোহন এদিন লেখেন, 'আমি তোমার সঙ্গে উড়তে চাই। আমি তোমার সঙ্গে পড়তে চাই।' তবে কি সত্যিই তাঁরা একে অন্যের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন? সেটারই এভাবে ইঙ্গিত দিলেন?
প্রসঙ্গত এর আগে রোহন সৃজলা গুহর সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এখন আবার তাঁর সঙ্গে অঙ্গনার নাম শোনা যাচ্ছে। সেট কতটা সঠিক সময়ই বলবে। যদিও এদিন রোহনের পোস্টে শ্রীলেখা মিত্র, বিবৃতি চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতার মন্তব্য দেখে সবটা বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে।
অঙ্গনা রায়কে বর্তমানে তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকের সঙ্গে পারিয়া ছবিতেও দেখা যাচ্ছে। তিনি এই ছবির হাত ধরে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন। তাঁর বিপরীতে এখানে বিক্রম চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালিত এই ছবিটি ২০২৪ সালের এখনও পর্যন্ত অন্যতম হিট বাংলা ছবি।