সম্প্রতি জাভেদ আখতার দস্তয়েভস্কি স্টার অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন। সাহিত্যে এবং চিত্রনাট্য জগতে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। শুক্রবার স্বামীর এই পুরস্কার পাওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা গেল শাবানা আজমিকে।
শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাবানা আজমি জাভেদ আখতারের পুরস্কার গ্রহণের একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘জাভেদ আখতারের জন্য আরও একটি বড় সম্মান, দস্তয়েভস্কি স্টার অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন তিনি। এই বছর রাশিয়ান হাউস সাংস্কৃতিক সংলাপ এবং সাহিত্য ঐতিহ্যের ওপর অসাধারণ প্রভাবের জন্য স্বীকৃতি স্বরূপ এই সম্মান দেওয়া হল তাঁকে।’
আরও পড়ুন: বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ‘তারে জামিন পর’, ছবি মুক্তির আগে নতুন পন্থা আমিরের
আরও পড়ুন: সামনেই ‘বাৎসরিক’, তারাপীঠে পুজো দিয়ে পুরনো পথে নতুন যাত্রা শুরু শতাব্দীর
প্রসঙ্গত, হিন্দি চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পরিচিত জাভেদ দীর্ঘ কর্মজীবনে অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। সেরা গীতিকারের জন্য ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি।
১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০০৭ সালে পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন জাভেদ। তাঁর কাব্যগ্রন্থ লাভা - র জন্য ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এই চিত্রনাট্যকার। ২০০২ সালে রিচার্ড ডকিন্স পুরস্কার প্রাপ্ত একমাত্র ভারতীয় হলেন জাভেদ।
একজন বিখ্যাত চিত্রনাট্যকর হওয়ার পাশাপাশি সর্বদা অকপট বক্তব্যের জন্য পরিচিত জাভেদ। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। রাখঢাক না করেই প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হতে শোনা গিয়েছিল জাভেদকে।
আরও পড়ুন: গাড়ি চালাচ্ছেন, বিজ্ঞাপনে কাজ করছেন, ক্যানসারমুক্ত মিঠু ছোট পর্দায় ফিরবেন কবে?
আরও পড়ুন: অরিন্দমের ছবিতে বড় চমক! অনিল বিশ্বাসের চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ
এই অকপট কথা বলার জন্য বহুবার বহু তারকার সঙ্গে বিবাদ বেঁধেছিল তাঁর, তবুও উচিত কথা বলতে বিন্দুমাত্র ভয় পান না তিনি। রাজনৈতিক প্রসঙ্গেও নির্ভয়ে নিজের মন্তব্য রাখেন জাভেদ আখতার।