সেভাবে বক্স অফিসে খেল দেখাতে পারেননি সলমন খান। ফ্লপ না হলেও, ৩০০ কোটির ঘরে আদৌ যেতে পারবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কিন্তু বছর শেষে আরও একটা ৫০০ কোটির অপেক্ষায় আছে বলিউড। আর তা আসতে পারে শাহরুখ খানের হাত ধরেই। ২২ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় ডাঙ্কি।
ডাঙ্কির টিজার প্রকাশ্যে এসেছিল শাহরুখ খানের জন্মদিনে দিন। আর বুধবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান 'লুট পুট গয়া'। যাতে শাহরুখকে রোম্যান্স করতে দেখা গেল তাঁর অনস্ক্রিন লেডি লাভ তাপসী পান্নুর সঙ্গে। পর্দায় শাহরুখ খান, কণ্ঠে অরিজিৎ সিং। এর আগেও হিট হয়েছে এই কম্বো। জওয়ান আর পাঠানে, শাহরুখের লিপে গেয়েছেন বাংলার ছেলে। আর আপাতত কিং খানের জন্য তিনি লাকিও প্রমাণিত হয়েছেন। প্রীতমের সঙ্গীত পরিচালনায় এই গানটি লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিংহ।
'লুট পুট গয়া'-তে শাহরুখের নাচ দেখে তো ভক্তদের চোখ ছানাবড়া। ৫৮ বছরে এসেও কীভাবে পান এত এনার্জি তা জানিয়েছেন কিং খান নিজের মুখেই। বুধবার রাতে ছোট্ট করে একটা Ask SRK সেশনের আয়োজন করেছিলেন অভিনেতা।
আরও পড়ুন: উড়েছে অন্তঃসত্ত্বা মোহরের রাতের ঘুম, কবে আসছে দুর্নিবারের প্রথম সন্তান?
নিজের এনার্জির গোপন রহস্য ফাঁস করে শাহরুখ সামাজিক মাধ্যম এক্স (আগের টুইটার)-এ লিখলেন, ‘আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে। এই গানে আমি ওর এনার্জি আর সারল্য তুলে ধরার চেষ্টা করেছি।’
আরও পড়ুন: বিদেশিনীর প্রেমে প্রাক্তন প্রেমিক, চুপিচুপি বিয়ে পিঁড়িতে বসলেন জেসমিন? কে পাত্র
এরপর একজন প্রশ্ন করেন, কবে আসবে ডাঙ্কির দ্বিতীয় গান। তাতে শাহরুখ টুইট করেন, ‘না একদম না। কাল আমার ছুটি। পরের ডাঙ্কির ড্রপ পরে আসবে। অপেক্ষা করো।’
'ডাঙ্কি' মূলত পাঁচ বন্ধুর গল্প। শাহরুখের চরিত্রের নাম হার্ডি। মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল), সকলেরই ইচ্ছে লন্ডনে গিয়ে কেরিয়ার গড়ার। বন্ধুদের শখ পূরণ করতে বদ্ধ পরিকর হার্ডিও। তাঁদের যে রোমাঞ্চকর সফরের মধ্যে দিয়ে যেতে হবে, সেই গল্পই বলবে ডাঙ্কি। তাতে অভিবাসন সমস্যাও থাকবে। এই ছবিতেই রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার কাজ করবেন শাহরুখ খান। প্রসঙ্গত, বক্স অফিসে ডাঙ্কি-র প্রতিপক্ষ দক্ষিণের সুপারস্টার প্রভাসের সালার।