স্মৃতি সততই মধুর। আর বিশেষ করে ছোটবেলার ফেলা আসা স্মৃতির গলিতে ফিরে গিয়ে পুরনো পথে হাতড়ে বেড়াতে কার না ভালো লাগে। এ-এক অন্য নস্টালজিয়া। সম্প্রতি, তেমনই কিছু স্মৃতিতে ফিরে নস্টালজিক হয়ে পড়েছিলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার ও তাঁর অভিনেত্রী স্ত্রী শ্রুতি দাস।
শ্রুতি-স্বর্ণেন্দু ফিরে গিয়েছিলেন গুপ্তিপাড়ায়। হ্য়াঁ, ঠিকই ধরেছেন হুগলির গুপ্তিপাড়ার কথাই বলছি। জায়গাটি চুঁচুড়া সদর মহকুমা ও বলাগড় থানার অধীন। ভাগীরথী নদীর তীরে রয়েছে গুপ্তিপাড়া। আর সেখানেই রয়েছে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের পৈতৃক ভিটে। শ্রুতি যেমন বর্ধমানের কাটোয়ার মেয়ে, স্বর্ণেন্দুও তেমন গুগলির গুপ্তিপাড়ার ছেলে। নিজের সেই পৈতৃক ভিটেতেই ফিরে গিয়েছিলেন পরিচালক। বহু পুরনো সেই বাড়িতেই ফিরে গিয়েছিলেন পরিচালক। সেই মুহূর্তটিই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালকের অর্ধাঙ্গিনী শ্রুতি।
তাঁর পোস্ট করা ভিডিয়োতো দেখা যাচ্ছে গাড়িতে চড়ে নিজের ফেলে আসা জায়গায় ফিরছেন স্বর্ণেন্দু। সেখানে নেমে একটা ভীষণ পুরনো বাড়ি। সেই বাড়ির কাঠের দরজার তালা খুলতে দেখা যাচ্ছে তাঁকে। কেউ একজন পাশ থেকে বললেন, ‘আগে লাঠি দিয়ে বারি (আঘাত) মারবি কিন্তু, তারপর ঢুকবি…’। অর্থাৎ ভিতরে সাপ বা অন্যকিছু থাকতে পারে সেই আশঙ্কাতেই সাবধান করা হয়।
আরও পড়ুন-‘মনে হল আমি কি বেঁচে আছি!…’ দেবরাজের কীর্তি ফাঁস করলেন 'রাই কিশোরী' অদিতি মুন্সি
আরও পড়ুন-কিংবদন্তি কিশোর কুমার হয়ে পর্দায় ফিরছেন আমির! কে বানাচ্ছেন এই ছবি?