Sidharth-Kiara: ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন তাঁরা।
সিদ্ধার্থ-কিয়ারা
বুধবার প্রথম বিবহবার্ষিকী উদযাপন করলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। এ দিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘সেরা সঙ্গী’ হিসেবে উল্লেখ করেছেন অভিনেতা। ছবিতে দুজনকে ঘোড়সওয়ারি করতে দেখা গিয়েছে।
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি
সূর্যাস্তের সময় সবুজের মধ্যে সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনকেই আলাদা ঘোড়ায় চড়ে বসে। ক্যামেরার দিকে পিঠ করে বসে দুজনে। ছবিতে সিদ্ধার্থ একটি সাদা টি-শার্ট, ধূসর প্যান্ট এবং স্নিকার্স পরেছিলেন। কিয়ারাকে সাদা টপ, কালো প্যান্ট ও জুতো পরে দেখা গিয়েছে। দুজনেই সানগ্লাস পরেছিলেন। আরও পড়ুন: ‘ব্ল্যাক’-এর জেদি শিশুশিল্পীর কথা মনে আছে? কোথায় আছে, কী করছে জানলে চমকে উঠবেন