যে বাড়িতে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, সেই বাড়ি ছেড়ে অন্য একটা সংসারে যাওয়া যে কোনও মেয়ের জন্যই বড় কষ্টের! সেরকমই ছবি ধরা পড়ল শ্রীময়ী চট্টোরাজের ক্ষেত্রেও। কনকাঞ্জলি দেওয়ার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি।
২ মার্চ বিয়ে করেন কাঞ্চন আর শ্রীময়ী। মেহেন্দি, সংগীত, আইবুড়ো ভাত, গায়ে হলুদ থেকে অগ্নিসাক্ষী রেখে সাতপাকে ঘোরা, সমস্তটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নবদম্পতি। এবার দিলেন তিনি বিদাইয়ের ভিডিয়ো। যা দেখে যে কোনও মেয়েরই মন কেমন করতে বাধ্য।
আরও পড়ুন: কদিন আগেও ‘বিছানায় সক্ষম’ দাবি করেছিলেন কীর সুমন! এবার বলছেন, ‘আর করব না…’
বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে স্বামীর সঙ্গে রওয়ানা হন মেয়েরা তাঁদের নতুন ঠিকানার উদ্দেশে, তখন বাড়ি ছাড়ার আগে পিছনে ফিরে মায়ের পাতা আঁচলে ছুড়ে দেয় খই বা চাল। বলা হয়, এভাবেই নাকি বাপের বাড়ির ঋণ শোধ করে দেন নববধূ। আর এটাকেই বলে কনকাঞ্জলি।
শ্রীময়ীর শেয়ার করা ছবিতে দেখা গেল, বিয়ের বেনারসই তাঁর গয়ে। মাথায় শোলার মুকুট। গায়ে সোনার গয়না। চোখমুখ একটু ফোলা। একমুঠো চাল নিয়ে ছুঁড়ে দিলেন মায়ের আঁচলে। ওই আঁচল দিয়েই নিজের চোখ ঢাকলেন শ্রীময়ীর মা। আর অভিনেত্রী বর কাঞ্চনের হাত ধরে উঠে গেলেন গাড়িতে। যাত্রা করলেন, স্বামীর বাড়ির উদ্দেশে।
আরও পড়ুন: মমতা নাকি ‘মোবাইল কম্পোজার’! গান বানানো নিয়ে আলটপকা ইন্দ্রনীল, ভয় দেখাল দিদিও
সাদা গাড়ি সাজানো হয়েছিল ফুলের সাজে। স্বামীর ঘরে প্রবেশ নিলেন শ্রীময়ী আলতা রাঙা পায়ে। নতুন জীবনের শুরুটা হল সব নিয়ম মেনে।
শ্রীময়ী জানিয়েছেন, ২৭ বছরের ছোট বউকে চোখে হারাচ্ছেন তৃণমূল বিধায়ক। কোনও কাজই নাকি করতে দিচ্ছেন না। হাঁ করে তাকিয়ে আছেন মুখের দিকে। চা বানাতেও দিচ্ছেন না। ভয়, যদি বউ হাত পুড়িয়ে ফেলে।
আরও পড়ুন: ‘সেক্স সিম্বল’ পরিচয়, ভাঙা বিয়ে নিয়ে বিতর্ক! বায়োপিক নিয়ে বড় চিন্তিত জিনাত আমন
শাশুড়ির রেখে যাওয়া কানপাশা, আর দুল আশীর্বাদ হিসেবে নতুন বউয়ের হাতে তুলে দেন নতুন স্বামী। যা কাঁদিয়েছিল শ্রীময়ীকে। প্রয়াত শাশুড়ির হাতের আশীর্বাদ নেন মাথা পেতে।
বুধবার মধ্য কলকাতার এক ঐতিহ্যশালী প্রপার্টিতে বসবে কাঞ্চন-শ্রীয়মীর রিসেপশন। ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেছিলেন তাঁরা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ঘরোয়া বউভাত। তার আগে বউয়ের হাতে ভাত-কাপড়ের থালাও তুলে দিয়েছেন তৃণমূলের বিধায়ক।