সৃজিত মুখোপাধ্যায় এদিন সমগ্র টলিউডের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করেন। যেখানে জানানো হয় তাঁরা রবিবার কোন কোন দাবি নিয়ে পথে নামছেন। কী জানানো হয়েছে সেই পোস্টারে?
কী লেখা আছে টলিউডের নতুন পোস্টারে?
সৃজিত মুখোপাধ্যায় এদিন যে নতুন পোস্টার শেয়ার করেছেন টলিউডের আগামীকালের জমায়েতের সেখানে লেখা, 'আমাদের দাবি, ১. আরজি কর হাসপাতালে অভয়ার মৃত্যু ও নির্যাতনে আমরা চূড়ান্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। দ্ব্যর্থহীন ভাষায় বলছি এর আশু প্রতিকার চাই। এই জঘন্য ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। যত শীঘ্রই সম্ভব এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধী বা অপরাধীদের কঠিনতম শাস্তি দাবি করি। ২. আমাদের প্রত্যেকে হয়তো ব্যক্তিগত ভাবে বিভিন্ন রাজনৈতিক মতবাদে বা দলে বিশ্বাস রাখি বা তাঁদের প্রতিনিধিত্ব করি। আবার এমন মানুষেরাও আছেন যারা সোজাসুজি কোনও দলের পক্ষ নেন না। এই ঘটনায় আমরা সকলে একসঙ্গে প্রতিবাদে সামিল হয়েছি।'
এই পোস্টারে আরও লেখা হয় রাজ্য প্রশাসনের দুই দফতর পুলিশ এবং স্বাস্থ্যকে এই ঘটনার দায় নিতে হবে। এমনকি নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন তাঁরা।
আর আগে কী জানানো হয়?
এদিন টলিউডের সমস্ত কলাকুশলীরা একটি ছবি শেয়ার করেন নিজ নিজ ওয়ালে। সেই পোস্টারে লেখা ছিল, 'সব অভয়ার বিচার চাই, অর্জীবকর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার।' সেখানেই জানানো হয়েছে রবিবার বিকেল ৪টে নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা মিলিত হয়ে সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতালে যাবেন। পরিবহনের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। পোস্টারের শেষে লেখা হয়েছে, 'প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মী বন্ধুদের আসতে অনুরোধ করছি।' এই পোস্টটি সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমুখ শেয়ার করেছেন। বাদ যাননি অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, লোকনাথ দে, ইমন চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, প্রমুখ এই ছবি পোস্ট করেছেন। যদিও ইতিমধ্যেই রাত দখলের সময় হোক বা অন্যান্য সময় সাধারণ মানুষের পাশে জমায়েত মিছিলে দেখা গিয়েছে বিভিন্ন তারকা, পরিচালকদের। জানা গিয়েছে রবিবারের টলিউডের এই কর্মসূচিতে যোগ দেবেন রাজ চক্রবর্তীও। থাকবেন নাট্য জগতের ব্যক্তিত্বরাও।