জন্মদিনের ছবি পোস্ট করেও যে এভাবে কটাক্ষের মুখে পড়তে হতে পারে তা বোধহয় ভাবতে পারেননি শ্রীতমা। বৃহস্পতিবার গোটা দিন ট্রোল চলল সোশ্যালে। মুখ খুললেন অভিনেত্রী।
সিঁথিতে সিঁদুর নিয়ে কটাক্ষ, জবাব শ্রীতমার।
সোশ্যাল মিডিয়ায় জন্মদিন পালনের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। তবে তা নিয়ে এভাবে যে কটাক্ষ হবে তিনি বোধহয় তা স্বপ্নেও ভাবেননি। তাঁর শেয়ার করা ছবিতে দেখা গেল কপালে সিঁদুর। কেক কাটছেন, তাও আবার কোনও সেটে নয়, পরিবারের সঙ্গেই। তারপরই অভিনেত্রীর উপর চড়াও হয় নেটিজেনদের একটা অংশ। কমেন্ট সেকশনে যাঁরা দাবি তুলতে থাকেন, অবিবাহিত হয়েও সিঁদুর পরে, সিঁদুরের অপমান করেছেন শ্রীতমা।
অভিনেত্রী হিসেবে শাঁখা-সিঁদুরে সাজা তাঁদের কাজেরই একটা অঙ্গ। বিবাহিতার চরিত্রে অভিনয়ের সময় এমনটা করেই থাকেন। কেন তাহলে কেক কাটার সময়তেও কপালে সিঁদুর ছিল তা জানালেন অভিনেত্রী টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে। জানালেন কেন সিরিয়ালের লুকেই কেক কাটতে শুরু করেছিলেন। কেন তোলেননি মেকআপ বা অন্তত সিঁদুরটা মুছে নেননি। আরও পড়ুন: বাবা দেবাশিস কুমারের বউ ভাবত ‘মোটা’ দেবলীনাকে! বডি শেমিং নিয়ে সরব অভিনেত্রী
শ্রীতমার জানালেন জন্মদিনের আগের রাত ১টা অবধি শ্যুটিং করেছেন। পরেরদিন সকাল-সকালই ছিল কল টাইম। সেটে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন একটু তাড়াতাড়িই ছুটি দেওয়া হয়। আর সেইমতো প্যাকআপ হতেই কোনও মতে বাড়ি ফেরেন। মেকআপ তোলার বা হেয়ারস্টাইল বদলানোর সুযোগ পাননি। মাথার সিঁদুরের কথা ভুলেই গিয়েছিলেন। বাড়ির লোকেরা যেহেতু কেক নিয়ে তৈরি ছিল, তাই এসেই কাটতে বসে যান। আরও পড়ুন:‘ধন্যবাদও বলল না!’, গীতশ্রীকে নিয়ে প্রবীরের বুকভরা অভিমান, কী হল দু'জনের?