রাজ-শুভশ্রী পুত্র ইউভানকে তো প্রায় সকলেই চেনেন। ছোট্ট ইয়ালিনিকে কেমন দেখতে? তা নিয়ে কৌতুহলের অন্ত নেই অনুরাগীদের। যদিও ইউভানের মুখ শুরু থেকে সামনে আনলেও মেয়ের এখনও মুখ দেখাননি রাজ-শুভশ্রী। তবে অবশ্য মাঝে মধ্যেই তিনি ছোট্ট ইয়ালিনির নানান ঝলক অনুরাগীদের উদ্দেশ্যে পোস্ট করেছেন।
৪ সেপ্টেম্বর, বুধবার সকাল সকাল অনুরাগীদের মন আনন্দে ভরিয়ে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পোস্ট করলেন ছোট্ট ইয়ালিনির এক টুকরো ভিডিয়ো। যেখানে ছোট্ট ইয়ালিনিকে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। এমন ভিডিয়ো দেখে সক্কাল সক্কাল মন খুশ রাজ-শুভশ্রী অনুরাগীদের। তবে আবার এই ভিডিয়োতেও ইয়ালিনির মুখ না দেখতে পেয়ে হতাশ অনেকে। তবে আবার কোনও কোনও নেটিজেনের দাবি, 'মুখ না দেখানোই ভালো'।

কিছুদিন আগেও ইউভানের সঙ্গে ইয়ালিনির খেলার সময় ভাই-বোনের এক টুকরো ঝলক পোস্ট করেছিলেন শুভশ্রী। সেই ছবিতে রাজের কোলে বসে থাকতে দেখা গিয়েছিল ইয়ালিনিকে। আর সামনে বসে বোনের সঙ্গে খুনসুটিতে মজেছিল ছোট্ট ইউভান।
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তীর ঘরে এসেছিল রাজকন্যা। ছেলে ইউভানের পর কোল আলো করে কন্যা সন্তান ইয়ালিনি আসায় বেজায় খুশি রাজ-শুভশ্রী। তাঁদের মেয়ের বয়স এখন মাত্র ৮ মাস।
এর আগে ইয়ালিনিকে নিয়ে ছোট্ট দাদা ইউভানের উত্তেজনার কথা জানাতে গিয়ে রাজ এক সাক্ষাৎকারে বলেন, হাসপাতালে বোনকে দেখতে গিয়েই আনন্দে বেশ উত্তেজিত হয়ে পড়েছিল ইউভান। খেলার সঙ্গী বলে কথা! তা এখন কেমন সম্পর্ক ভাই-বোনের? ঝগড়া-খুনশুটি কি হয় মাঝেমাঝে? এবিষয়ে টলি টাইমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ জানালেন, ‘দাদা বোনকে খুব ভালোবাসে। চটকায়। ভাবে ওর বেবি ডল। ওর খেলার পুতুল।’
রাজের কথায়, ‘আমরা দুজনের কাছেই পরিবার ভীষণ গুরুত্বপূর্ণ। কাজের শেষে যখন বাড়িতে ফিরি, সব ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়। বাড়িতে পা দিলেই সবার মুখে হাসি, শুধু ইউভান-ইয়ালিনি নয়, বাড়িতে আমার মা আছেন। সব মিলিয়ে আমাদের বাড়ির পরিবেশটা ভীষণ সুন্দর। বাড়িতে যখন ঢুকি ফ্রেশ হয়ে যাই। দুজনের কেউই আর কাজের কথা ভাবি না।’
এদিকে কাজের ক্ষেত্রে সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী-আবির অভিনীত ছবি 'বাবলি' মুক্তি পেয়েছে।