তাঁর বয়স তখন মাত্র ৫ বছর, মায়ের মৃত্যু হয়। সেই থেকে বাবা একার হাতে মানুষ করেছেন সুম্বুল তৌকির ও তাঁর বোনকে। দুই মা-মরা মেয়েকে মায়ের অভাব টের পেতেই দেননি তৌকির খান। তাঁদের সব দায়-দায়িত্ব পালন করেছেন। এবার বাবার ভালো থাকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বিগ বস সিজন ১৬-র বহুচর্চিত প্রতিযোগী। জানা গিয়েছে সামনের সপ্তাহেই বিয়ের পর্ব সারবেন তৌকির খান। তাঁর হবু স্ত্রীর নাম নিলোফার। নিলোফার এক কন্য়া সন্তানের জননী।
বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে দারুণ উত্তেজিত সুম্বুল। আপতত মুম্বইয়ে বাবা এবং বোন সানিয়ার সঙ্গে থাকেন সুম্বুল। নতুন মা ইতিমধ্যেই বেছে নিয়েছেন অভিনেত্রী। পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। বাবার একাকীত্ব ঘোছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সুম্বুল। তাঁর জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম বাবা, পেশায় কোরিওগ্রাফার তৌকির খান মেয়ের সমর্থনে হাজির হয়েছেন বিগ বসের মঞ্চেও। সোশ্যাল মিডিয়াতেও মেয়ের প্রচারে হামেশাই দু-পা এগিয়ে তিনি।
টাইমস অফ ইন্ডিয়াকে তৌকির খান জানান, ‘এটা আমার দুই মেয়ের চক্রান্ত। জেঠুর সঙ্গে হাত মিলিয়ে সুম্বুল আর সানিয়া আমার বিয়ের ঠিক করেছে। গত ১০ বছর ধরে ওরা আমাকে বিয়ের কথা বলে চলেছে। সত্যি বলতে আমি খুব ভয়ে রয়েছি’।
বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে সুম্বুল বম্বে টাইমসকে বলেন, ‘আমরা খুব উত্তেজিত। আমি তো মুখিয়ে রয়েছি পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানাতে। শুধু বাবার নতুন স্ত্রী নয়, তার সঙ্গে একটা ছোট বোনও পেতে চলেছি আমি। খুব খুশি। আমাদের বাবা আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সাপোর্ট সিস্টেম। আমরা বারা জন্য খুব আনন্দিত। আমাদের জেঠুর বড় ভূমিকা রয়েছে গোটা ব্যাপারটা সুস্থভাবে পরিচালনা করতে, আমি ওঁনার কাছে কৃতজ্ঞ’।
২০১৩ সালে ‘যোধা আকবর’ ধারাবাহিকে শিশুশিল্পী হিসাবে কাজ করেন সুম্বুল। পরে ‘চন্দ্রগুপ্ত মৌর্য’ সিরিয়ালেরও দেখা মিলেছিল তাঁর। পরবর্তীতে ২০২০ সালে কেরিয়ারের বড় ব্রেক পান অভিনেত্রী। ‘ইমলি’ সিরিয়ালে লিড রোলে দেখা মেলে অভিনেত্রীর। বিগ বস সিজন ১৬-য় অংশ নিয়ে লাইমলাইটে চলে আসেন সুম্বুল।
বিগ বসের ঘরে শালিন ভানোটের সঙ্গে সুম্বুলের সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। তবে বাবার সতর্ক করার পরই শালিনের সঙ্গে দূরত্ব তৈরি করেন সুম্বুল। বর্তমানে অভিনেতা ফাহমান খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, এর মাঝেই খুশির জোয়ার পরিবারে।