প্রেম নিয়ে আর কোনও রাখঢাক নেই। বাংলার এক নম্বর ইউটিউবার কিরণ দত্তর প্রেমিকা হিসাবে সকলেই চেনেন অন্তরা নয়না রায় মজুমদারকে। তিনি নিজেও কনটেন্ট ক্রিয়েটার, সোশ্য়ালে তাঁর আরেকটা নাম আছে- আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই। এখন অন্তরাও কিরণের পরিবারের অংশ। এই প্রেমে সায় রয়েছে দুই পরিবারেরই।
একসঙ্গে বিদেশ ভ্রমণ থেকে পারিবারিক পুজোয়, সবেতেই একসঙ্গে কিরণ-অন্তরা। কিন্তু প্রেমের শুরুর দিনগুলো মোটেই এমন ছিল না। বরং কিরণকে নিজের বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় করিয়ে দিতেও দ্বিধাগ্রস্ত ছিলেন অন্তরা। ঘুরিয়ে বলতেন, ‘পিসতুতো ভাই’।
কিরণের সঙ্গে এক গ্রুপে পোস্ট করা পুরোনো এক ছবির স্ক্রিনশট শেয়ার করে অন্তরা লেখেন, ‘আমাকে যখন কেউ প্রশ্ন করতো ‘তোমার কে হয়?’ আমি একটু লজ্জা পেতাম ‘বলপেন হয়’ সেটা বলতে! তাই একটু ঘুরিয়ে বলতাম-এ আমার কেউ নয় , পিসতুতো ভাই হয় !’ ( চন্দ্রবিন্দুর সুইটহার্ট গানটা খুব শুনতাম তার প্রভাব বুঝতেই পারছেন!)’
বয়ফ্রেন্ডকে ভাই পরিচয় দেওয়ায় কম কটাক্ষ শোননি। সেই প্রসঙ্গ টেনে অন্তরা লেখেন, ‘তো কিছু মানুষ ভাবতে লাগলেন তাদের মিথ্যে বলছি তাদের টোন করছি.. তাই আমি কথা বলা মজা করা কমিয়ে আনলাম!’
অন্তরা জানান, এর জেরে তাঁর এক গ্রুপের পোস্ট রিমুভ করা হয় না জানিয়ে,যাতে বেশ মনোক্ষুন্ন হয়েছিলেন। এবার তাই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্তরা লেখেন, 'ভুল করে থাকলে শুধরে নিতেই চাই তবে ভুল ধরিয়ে না দিলে কিভাবে শুধরে নেবো? তাই আমার মত করেই শুধরে নিচ্ছি.. একটা মেয়েদের গ্রুপ আমিই বানাচ্ছি.. যেখানে মানুষ অনেক মন খুলে কথা রাখতে পারবে , ভালোবাসতে পারবে একে অপরকে..আর প্রাণ খুলে হাসতে পারবে..(পাড়ার কাকিমার নজরের বাইরে )
হ্যাঁ, মেয়েদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ খুলতে উদ্যোগী হয়েছেন অন্তরা। সেই কথাই জানিয়েছেন কিরণ দত্তের হবু বউ। সম্প্রতি কিরণের সঙ্গে মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলেন অন্তরা। জিয়াগঞ্জে পৌঁছে অরিজিৎ সিং-এর রেস্তোরাঁ-তেও পৌঁছেছিলেন দুজনে।
কিরণ জানিয়েছেন, জিয়াগঞ্জে গেলেও গুরুদেব অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করার স্বপ্নপূরণ হয়নি। কিন্তু অন্তরা এই মামলায় বয়ফ্রেন্ডকে গোল দিয়েছেন। অরিজিৎ সিং-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অন্তরার।