এর আগে পাকিস্তানি শিল্পীদের ভারতে পারফর্ম করা থেকে বয়কট করা নিয়ে হয়েছে নানা বিতর্ক। তবে বর্তমানে যেভাবে অগ্নিগর্ভ হয়েছে পরিস্থিতি, বিশেষ করে ভারতের পতকাকে অসম্মান করার পর, বাংলাদেশের শিল্পীদের বয়কট করার ডাক দিয়েছে বিজেপি। তবে দেখা যাচ্ছে, এই নিয়ে ভিন্নমত পোষণ করছে তৃণমূল।
জয়া আহসান হোক বা চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস হোক বা ফিরদৌস বহু অভিনেতা নিয়মিত কাজ করেন টলিউডে। কদিন আগেই যেমন মধ্যগ্রাম উৎসবে গাইতে আসার কথা ছিল রেজওয়ান চৌধুরী বন্যার।
বাংলাদেশ নিয়ে ভিন্ন মত বিজেপি-তৃণমূলের:
রবিবার বিজেপি সাংসদ শামীক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের। বাংলাদেশের শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে। প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষরা কেন প্রতিবাদ করছেন না? এটা কোনো রাজনীতি নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে।’
যদিও ভিন্নমত তৃণমূলের অন্দরে। যেমন ঘাসফুল দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বাংলাদেশের সবাই তো আমাদের শত্রু নয়। কিছু অশুভ লোক ঝামেলা পাকানোর চেষ্টা করছে। এই অবস্থায় ভারতের কোনো শিল্পী যদি বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায় বা আমাদের বাংলার শিল্পী বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায়, আর দর্শকও গান শুনতে প্রস্তুত থাকে, তাহলে আমরা কেন আটকাব। কেন এসব অশুভ ঘটনার সঙ্গে সংস্কৃতিকে জড়াব।’
কুণাল আরও বলেন, বাংলাদেশ একটি আন্তর্জাতিক ইস্যু, তাই সেটা নিয়ে তাঁর কিছু করার নেই। এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেকথা বলেছেন। তবে কুণালের অভিযোগ, বাংলাদেশের মৌলবাদীদের করা এই কাজগুলো নিয়ে রাজনীতি করা হচ্ছে পশ্চিমবঙ্গে। হিন্দু ভাবাবেগকে কাজে লাগিয়ে, ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে বিজেপি।
কুণাল আরও যুক্তি দেন, বহুসময় ধরে ওপার বাংলার শিল্পীরা আসছেন বাংলায়। ফলত তাঁদের সঙ্গে এক আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। এই অস্থির অবস্থাকে সামনে রেখে, বাংলাদেশের শিল্পীদের বয়কট করা অন্তত যুক্তিসঙ্গত লাগেনি তাঁর কাছে।
প্রসঙ্গত, শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকে ক্রমশ অস্থির অবস্থা তৈরি হয়েছে। একাধিক তারকার উপরেও অত্যাচার হয়েছে। খুন করা হয় সেলিম খান ও শান্ত খানকে। গায়ক রাহুল আনন্দের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। যদিও প্রকাশ্যে এসে প্রতিবাদ করেননি বাংলাদেশের কোনো তারকাই। বরং চুপ থাকাই শ্রেয় মনে করেছেন বেশিরভাগ। এমনকী, ভারতের পতাকা পা দিয়ে মাড়ানোর মতো ঘটনাতও তাঁরা চুপ।