গত শনিবার, ২১ ডিসেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে গেল করণ আঁজলার কনসার্ট। সেখানে পরিণীতি চোপড়া থেকে শুরু করে ভিকি কৌশল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে এদিন মঞ্চে দাঁড়িয়ে ভিকি তাঁর তওবা তওবা গানের গীতিকার এবং সুরকার করণের নামে প্রশংসা করতেই মঞ্চে কেঁদে ফেললেন গায়ক।
আরও পড়ুন: সেটে মারাত্মক 'কড়া' সৃজিত! 'তোপসে' কল্পন বললেন, 'শুরুর দিকে খুব বকা খেয়েছি, তারপর...'
আরও পড়ুন: দেবের ছবির ভুলচুক চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও কেন বললেন, 'খাদান ভীষণ জরুরি ছবি...'?
কী ঘটেছে করণের কনসার্টে?
এদিন করণ আঁজলার কনসার্টে আচমকাই মঞ্চে উঠে পড়েন ভিকি কৌশল। তাঁকে দেখে তওবা তওবা গান পঞ্জাবি গায়ক। ভিকি কৌশলও তাঁর সঙ্গে যোগ দেন। কিন্তু সেই গান শেষের পর ভিকি করণকে নিয়ে এমন কথা বলেন যে মঞ্চে দাঁড়িয়েই অঝোরে কেঁদে ফেলেন গায়ক।
এদিন ভিকি কৌশল তওবা তওবা গানটির লিরিসিস্টের উদ্দেশ্যে বলেন, 'তুমি নিজেই মিউজিকের ইন্ডাস্ট্রি।' এরপর ভিকি বলেন, 'যদিও করণ আমার থেকে অনেকটাই ছোট, ওর জীবনের থেকে যা অভিজ্ঞতা আছে সেটা অনেক বেশি। ওর সত্যিই উজ্জ্বল নক্ষত্রের মতো চমকানো উচিত। আর ও সেটা পেরেছে বলে আমি দারুণ খুশি। আমি ওকে নিয়ে দারুণ গর্বিত।'
এরপর অভিনেতা তাঁদের হিট গান তওবা তওবা প্রসঙ্গে বলেন, 'আর এখান থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের গান তওবা তওবাকে এই বছরের সবথেকে বড় গান বানানোর জন্য। আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। করণের বলিউডের প্রথমের গান আমার সঙ্গে হয়েছে বলে আমি খুব খুশি। তাও সেটা এত বড় হিট হয়েছে।'
এই বিষয়ে বলে রাখা ভালো, তওবা তওবা গানটি ভিকি কৌশল অভিনীত ব্যাড নিউজ ছবিটির গান। ছবিটি বক্স অফিসে সেই অর্থে না চললেও গানটি তুমুল সাড়া ফেলেছিল। ভিকির করা হুকস্টেপ তো ভাইরাল হয়ে যায় সেই সময়। এই ছবিতে ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তি দিমরিকে দেখা গিয়েছিল মুখ্য ভূমিকায়।
আরও পড়ুন: ঝরঝরে - মেদহীন স্ক্রিপ্টে থ্রিল - টুইস্ট ভরপুর! মাস্ট ওয়াচ ‘চালচিত্র’ -এ 'শোস্টপার' তানিকা