প্রায় আড়াই বছর পর অবশেষে ২০২৪ সালের ৫ ডিসেম্বর মুক্তি পেল ‘পুষ্পা ২’। প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্বে একই উত্তেজনা নজরে পড়ল। তবে এই সিনেমাটি ঘিরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অশান্তির ঘটনা সামনে উঠে এসেছে। এবার সিনেমা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।
প্রথম দিন থেকেই বক্স অফিসে যেন আধিপত্য বিস্তার করেছে এই সিনেমাটি। মানুষের মধ্যে প্রবল উন্মাদনা চোখে পড়েছে। কেউ কেউ আবার পুষ্পা সেজে চলে যাচ্ছেন সিনেমা দেখতে। কেউ আবার সিনেমা দেখার তাড়াহুড়োয় হারাচ্ছেন নিজের প্রাণ। সব মিলিয়ে এখন চারিদিকেই যেন পুষ্পা জ্বরে কাবু সাধারণ দর্শক।
আরও পড়ুন: বন্ধুর বিয়েতে সবুজ লেহেঙ্গায় অপরূপা খুশি! সঙ্গে বিশেষ বন্ধু বেদাং এলেন কী?
আরও পড়ুন: ‘আমার স্কার্টের নীচে হাতটা ঢুকিয়ে দিল…’, হৃতিকের কাকার নামে যৌন হেনস্থার অভিযোগ লগ্নজিতার
'পুষ্পা ২' নিয়ে যখন সকলে ভীষণ খুশি, সেখানে এই সিনেমাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন পরিচালক বিক্রমাদিত্য। প্রত্যেকটি মাল্টিপ্লেক্সের রীতিমতো সিনেমাটির দাদাগিরি চলছে বলে অভিযোগ তাঁর। ইনস্টাগ্রামে একটি খবরের স্ক্রিনশট শেয়ার করেন বিক্রমাদিত্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাল্টিপ্লেক্স ম্যানেজারের বক্তব্য তিনি তুলে ধরেছেন সকলের সামনে। ম্যানেজারের দাবি, আগামী ১০ দিন তাঁদের অন্য কোনও সিনেমার শো রাখতে বারণ করা হয়েছে। যদি তার অন্যথা হয়, তাহলে মালিকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

স্ক্রিনশটটি শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘যদি প্রত্যেক বড় বড় সিনেমা এমন পদক্ষেপ নেন তাহলে তো ঘোর বিপর্যয়। বড়, ছোট যেমন সিনেমায় হোক না কেন, সকলকেই জায়গা ছেড়ে দেওয়া উচিত। পরিচালকের আক্ষেপ, এমন ঘটনা কিন্তু আগেও ঘটেছে। এভাবে ‘মনোপলি’ করা উচিত নয় বলেই মনে ব্যাখ্যা করেন বিক্রমাদিত্য।’
তবে শুধু এই একটি স্ক্রিনশট নয়, আরও একটি স্ক্রিনশট শেয়ার করেছেন পরিচালক। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, একটি মাল্টিপ্লেক্সে একটি সিনেমার ৩৬টি শো রাখা হয়েছে। পায়েল কাপাডিয়ার সিনেমা যেখানে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হচ্ছে, সেই সিনেমা দেখানোর পরিবর্তে একটাই সিনেমা এতবার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই আমাদের প্রাপ্য। অভিনন্দন।
আরও পড়ুন: পরনে আইভরি পঞ্জাবি-মাথায় পাগড়ি, মেয়ের বিয়েতে জমিয়ে নাচ অনুরাগের! দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: বিমান থেকে নামিয়ে আটক চঞ্চল চৌধুরীকে! অশান্ত বাংলাদেশে গৃহবন্দি পর্দার 'মৃণাল'-রিপোর্ট
প্রসঙ্গত, মাত্র পাঁচ দিনে ‘পুষ্পা ২’ ৯২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আল্লু অর্জুন অভিনীত এই সিনেমাটি শাহরুখ খান বা সলমান খানের সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে আয়ের দিক থেকে। তবে একদিকে যেমন প্রশংসিত হচ্ছে তেমন অন্যদিকে এই সিনেমাটি একের পর এক সমালোচনার সম্মুখীনও হচ্ছে।