রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঐতিহাসিক আইপিএল ট্রফি জয়ের পরে সেলিব্রিটি দম্পতি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে বিমানবন্দরে একসাথে দেখা গেছে। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে IPL রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রফি জেতার পর এটাই ছিল তাঁদের প্রথমবার জুটিতে প্রকাশ্যে আসা।
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে বিমানবন্দরে দেখা গেল বুধবার
আমদাবাদ বিমানবন্দরে কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে অনুষ্কা ও বিরাট বিমানবন্দরে ঢোকেন, সেই সময় ক্যামেরাবন্দি করে ফেলা হয় তাঁদের। জয়ের পর এই প্রথম জনসমক্ষে হাজির হলেন তাঁরা।
বিমানবন্দরে অনুষ্কাকে সাদা টপ এবং হালকা নীল জিন্সে স্টাইলিশ লুকে দেখা গিয়েছে, তিনি এদিন চওড়া হাসি দেন সাংবাদিকদের দেখেই। অন্যদিকে, বিরাটকে একটি গাঢ় লাল টি-শার্ট এবং সাদা ট্রাউজারে দেখা গিয়েছে।
ট্রলি ব্যাগের উপরে ব্যাগ রেখে হাঁটার সময়ই ক্যামেরায় ধরা পড়েন বিরাট। আরেকটি ক্লিপে তাকে অনুষ্কার সঙ্গে কথায় মগ্ন থাকতে দেখা গেছে, তাঁর মুখে চওড়া হাসি লেগেছিল পুরো ভিডিয়ো জুড়ে।
মঙ্গলবার বেঙ্গালুরু আইপিএলের ট্রফি জেতার পর থেকেই অনুষ্কা শর্মা স্পটলাইটে রয়েছেন, মাঠে বিরাট কোহলির সাথে তার আনন্দময় মুহূর্ত ভাগ করে নেন, জড়িয়ে ধরেন স্ত্রীকে, শুধু তাই নয় তিনি তাঁর এই জয়কে উত্সর্গ করেন অনুষ্কাকেই।
ম্যাচ জেতার পর ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, বেঙ্গালুরুতে বেড়ে ওঠা অনুষ্কা ২০১৪ সাল থেকে আরসিবিকে সমর্থন করে আসছেন। বিরাট বলেন, 'ওর জন্যও ১১ বছর কেটে গেছে, আপনারা জানেন। অবিরাম খেলা দেখছি, কঠিন খেলা দেখছি, আমাদের শুধু মিস করছি। আপনার জীবনসঙ্গী আপনাকে খেলাতে সক্ষম হওয়ার জন্য কী করে, তাঁর ত্যাগ এবং প্রতিশ্রুতিবদ্ধতা, কঠিন এবং ভালো আপনাকে সমর্থন করা এমন এক জিনিস যা আপনি শব্দে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি যখন পেশাদারভাবে খেলবেন, তখনই আপনি বুঝতে পারবেন পর্দার আড়ালে কী কী ঘটে এবং তাঁরা কীসের মধ্য দিয়ে যায়।
আইপিএল ২০২৫ ট্রফি জিতল RCB
১৮ বছর পর অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ট্রফি হাতে পেলেন বিরাট। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আইপিএল ২০২৫ ফাইনালে, আরসিবি নির্ধারিত বিশ ওভারে ১৯০/৯ রান করেছিল। ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। ম্যাচ শেষ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন বিরাট। আরসিবির গোটা স্কোয়াড তাঁর কাছে এসেছিল জয় উদযাপন করতে।