সিনেমার সেটে এমন অনেক কিছু ঘটে যায় যা পরে ভাবলে রীতিমতো হাসি পায়। কখনও পর্দার ধর্ষক ক্ষমা চায় অভিনেত্রীদের কাছে, কখনও আবার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাত্রা ছাড়িয়ে ফেলেন অভিনেতারা। তবে লজ্জার সেটে এমন একটি ঘটনা ঘটেছিল, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
লজ্জা, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগন, রেখা, জ্যাকি শ্রফ, মহিমা চৌধুরী, মনীষা কৈরালা,আরতি ছাব্রিয়া সহ আরও অনেকে। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমার একটি দৃশ্যে আরতিকে চড় মারার কথা ছিল রেখার।
আরও পড়ুন: ২৪ এর শেষে দুঃসাহসিক পদক্ষেপ সারার! বিদেশের মাটিতে কী কাণ্ড ঘটালেন সচিন-কন্যা?
আরও পড়ুন: বক্স অফিসে সফল নয় জিগরা, তবুও ২০২৪ কী শেখাল বেদাংকে?
জানা যায়, আরতি এই দৃশ্য সম্পর্কে কিছুই জানতেন না। স্বাভাবিকভাবেই উদ্দেশ্যটি যখন শুট করা হয় তখন রীতিমতো চমকে যান আরতি। রেখার হাতে একের পর এক চড় খেয়ে কাঁদতে থাকেন তিনি। শুট শেষ হওয়ার পরেও যেন ঘোর কাটে না আরতির। পরে রেখা এবং রাজকুমার সন্তোষী আরতিকে বোঝান, দৃশ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সব বুঝে অবশেষে শান্ত হন আরতি।
লজ্জা ছাড়াও আওয়ারা পাগল দিওয়ানা, রাজা ভাইয়া, পার্টনার সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে সিনেমা জগতে আরতির কেরিয়ার যেভাবে শুরু হয়েছিল, তাদের অনেকেই ভেবেছিলেন আরতি পরবর্তী সময়ের একজন খ্যাতনামা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণিত করবেন, কিন্তু তা হয়নি।
আরও পড়ুন: মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েন শ্রীদেবী! সুজাতা মেহতা বললেন, 'পাগলের মতো ভালোবাসত একে অন্যকে'
আরও পড়ুন: ৮ মাসের গর্ভাবস্থায় মাথায় রক্ত জমে বিতিকিচ্ছিরি অবস্থা! অপারেশনের পর কেমন আছেন এখন গাল গ্যাডট?
হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করার পরেই অভিনয় জগত থেকে সরে যান আরতি। ২০১৯ সালে অস্ট্রেলিয়া ভিত্তিক চার্টার অ্যাকাউট্যান্ট বিশারদ বেদাসিকে বিয়ে করেন তিনি। ২০২৩ সালের ৪ মার্চ ৪১ বছর বয়সে একটি পুত্র সন্তানের জন্ম দেন আরতি।
বর্তমানে একজন ফ্যাশন এবং লাইফ স্টাইল প্রভাবশালী হিসেবে পরিচিতি লাভ করেছেন আরতি। Youtube এবং Instagram-এ আরতি যে ভিডিয়োগুলি পোস্ট করেন তার বেশিরভাগ ফ্যাশন টিপস, সুস্থতা, মাতৃত্বকালীন সমস্যার সঙ্গে লড়াই এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর তৈরি করা হয়।