আবারও জোট বাঁধছেন দিতিপ্রিয়া রায় এবং সৃজিত মুখোপাধ্যায়? ছোট পর্দার রানি মা ওরফে রানি রাসমণিকে এখন মূলত ওয়েব মাধ্যমেই দেখা যায়। তিনি এখন চুটিয়ে সিরিজে কাজ করে চলেছেন একের পর এক। তবে কি এবার সেই মাধ্যম থেকে সরে তিনি বড় পর্দায় আসছেন আবার তাও সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে? তাঁরা দুজন এর আগে ২০১৫ সালে ‘রাজকাহিনী’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। প্রায় ৮ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে তাঁরা কি আবার একসঙ্গে জোট বাঁধবেন? আপাতত বাংলা সিনে জগতের খবর অনুযায়ী উত্তরটা হ্যাঁ।
টলিউডের অন্দরের খবর অনুযায়ী বীণা দাস অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী সময়ের ভারতের অগ্নিকন্যাকে নিয়ে এবার কাজ করতে চলেছেন সৃজিত। তাঁর বায়োপিক বানাবেন ‘গুমনামি’ খ্যাত পরিচালক। আর সেখানেই বীণা দাসের চরিত্রে দেখা মিলতে পারে দিতিপ্রিয়াকে।
তবে এখনই এই ছবির কাজ শুরু করছেন না সৃজিত। তাঁর হাতে এখন আগামীতে পর পর অনেকগুলো কাজ আছে। তিনি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিরিজের শুটিং শেষ করার পর এখন তাঁর পুজো রিলিজ ‘দশম অবতার’-এর রেইকি এবং প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে শোনা যাচ্ছে আগামী বছরের শুরুতে তিনি এই কাজ শুরু করবেন। আর সেখানে বীণা দাসের অল্প বয়সের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার দিতিপ্রিয়া রায়কে। তাঁর সঙ্গে নাকি পরিচালকের প্রাথমিক কথাও হয়ে গিয়েছে। কিন্তু এখনও তেমন কিছু চূড়ান্ত হয়নি।
দিতিপ্রিয়াকে যদি বীণা দাসের ছোটবেলার চরিত্রে দেখা যায়, তবে পরিণত বয়সের জন্য পরিচালক কাকে পছন্দ করেছেন সেটা এখনও জানা যায়নি। সেই বিষয়েও সবার বেশ আগ্রহ রয়েছে।
দিতিপ্রিয়া রায়ের সঙ্গে এই প্রসঙ্গে HT বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, 'এই গোটা বিষয়টা আমার কাছেও একটা বড় চমক ছিল। অনেকদিন ধরেই আমাদের মধ্যে এই বিষয়ে কথাবার্তা চলছিল। কিন্তু ভাবিনি এত জলদি খবরটা রিভিল করে দেওয়া হবে। আপাতত এই বিষয়ে আমারও খুব বেশি কিছু জানা নেই। তবে ডিসেম্বর-জানুয়ারি নাগাদ কাজ শুরু হতে পারে। এখন চুক্তিবদ্ধ না হলে বাকি কিছু বলা সম্ভব নয়।'
বর্তমানে টলিউডে একের পর এক স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কাজ হয়ে চলেছে। অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘা যতীন’ আসছে পুজোয়। এখানে নাম ভূমিকায় থাকবেন দেব। অন্যদিকে দীনেশ গুপ্তর বায়োপিক বানাচ্ছেন মানস মুকুল পাল। তবে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে সাম্প্রতিককালে কোনও কাজ হয়নি। সেখানে দাঁড়িয়ে সৃজিত যদি এই কাজটি করেন তবে সেটা আলাদা আগ্রহের জায়গা যে অবশ্যই তৈরি করবে সেটা বলা যায়।
প্রসঙ্গত ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিরিজের পোস্টার মুক্তি পেয়েছে।