Neem Phuler Modhu Spoiler Update: পুলিশ নিয়ে বটব্যালের বাড়িতে হাজির পর্ণা, চোরাই সোনার হদিস দিতে পারবে কি সে?
Updated: 08 Aug 2023, 08:30 AM IST Piu Dey 08 Aug 2023 Neem Phuler Modhu, neem phuler modhu spoiler update, neem phuler modhu serial, Zee bangla, neem phuler modhu next episode, neem phooler madhu, serial, bengali serialNeem Phuler Modhu Spoiler Update: শাশুড়ির চড় খেয়ে এক প্রকার বুদ্ধি খুলে যায় পর্ণার। সে বুঝতে পারে বটব্যালের বাড়ির কোথায় সোনা রাখা আছে। নিজের মনের অনুমান সত্য প্রমাণ করে কি ননদকে উদ্ধার করতে পারবে নায়িকা?
বর্ষাকে নিয়ে যখন পুলিশ চলে যাচ্ছে তখনই নায়িকার জগু দাদা তাকে পথ দেখায়। পুলিশকে পর্ণা নিজের পরিচয় দেয়। জানায় সে একজন সাংবাদিক। এবং তার কাছে খবর আছে যে বটব্যাল চোরা কারবারের সঙ্গে যুক্ত। তাই সে তদন্ত করতে গিয়েছিল। নায়িকা আরও বলে যে সে প্রথমে না বুঝলেও এখন সে বুঝেছে যে সোনা কোথায় আছে।
পরবর্তী ফটো গ্যালারি