Mon Dite Chai: টাকা নেই! একখানা শাড়ি ও গয়নাতেই পাড়ার লোকজন চাঁদা তুলে বিয়ে দিচ্ছে তিতির-সোমরাজকে
Updated: 12 Jan 2024, 05:15 PM IST Ranita Goswami 12 Jan 2024 Tollywood, Entertainment, Mon Dite Chai, Bengali Serial, Mon Dite Chai Mahaparba, Zee Bangla Serial, Mon Dite Chai Serial Update, মন দিতে চাই, জি বাংলা সিরিয়াল, বাংলা সিরিয়ালমহাপর্বে দেখা যাবে, সোমরাজের সৎ মা তাঁর বাবাকে প্রাণে মারার ফন্দি আঁটছে। অন্যদিকে তিতিরও বিয়ের জন্য হাসপাতালে না যেতে পেরে চিন্তিত। এদিকে বিপদের আঁচ পেয়ে মুম্বই থেকে কলকাতায় এসে হাজির সোমরাজের আসল মা। তাই বেশ বোঝা যাচ্ছে শুক্রবার জমে উঠতে চলেছে 'মন দিতে চাই'-এর মহাপর্ব।
পরবর্তী ফটো গ্যালারি