বর্তমানে গর্ভাবস্থা অবস্থাতেও চুটিয়ে কাজ করেন অভিনেত্রীরা, এমনকি সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই তাঁরা ফিরে যান কাজে। তবে আলিয়া হলেন এমন একজন অভিনেত্রী, যিনি গর্ভাবস্থায় হলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমায় করেছিলেন অভিনয়। অভিনেত্রীর এই সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হলেন আলিয়ার প্রশিক্ষক আংশুকা পরওয়ানি।
সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে আংশুকা বলেন, ‘আলিয়া যখন গর্ভবতী ছিলেন, তখন তিনি গ্যাল গ্যাডোটের অ্যাকশন থ্রিলার সিনেমা হার্ট অফ স্টোন- এ কাজ করেছিলেন। মহামারী চলাকালীন আলিয়া যেভাবে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করেছিলেন, তা সত্যি প্রশংসার যোগ্য বলে জানিয়েছেন আংশুকা।’
(আরও পড়ুন: সামনেই বিয়ে? বিশেষজ্ঞদের থেকে এখনই নিয়ে নিন মেকআপ টিপস)
আলিয়া সম্পর্কে কথা বলতে গিয়ে প্রশিক্ষক বলেন, ‘আমার এখনও মনে আছে আলিয়া তাঁর প্রথম আন্তর্জাতিক প্রজেক্ট হার্ট অফ স্টোন - এর শুটিং করছিলেন। তখন আলিয়া গর্ভবতী ছিলেন। আমি আলিয়াকে তাঁর চরিত্রের জন্য প্রস্তুত করছিলাম। তবে আলিয়া যখন শুটিং করছিলেন তখন দূর থেকেই আমি তাঁকে দূর থেকে প্রশিক্ষণ দিচ্ছিলাম কারণ করোনার জন্য আলিয়ার সঙ্গে আমি যেতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আলিয়া তখন গর্ভবতী ছিলেন এবং ওই সিনেমায় অ্যাকশন সিকুয়েন্সে অভিনয় করতে হয়েছিল তাঁকে। এই সময় অনলাইনে প্রশিক্ষণ দিতে অনেকেই স্বাচ্ছন্দবোধ করে না। কিন্তু আলিয়ার সচেতনতা এবং নিয়মানুবর্তিতার জন্য আমি অনলাইনেই তাঁকে ট্রেনিং দিতে পেরেছিলাম। আমার মনে হয় না, আলিয়াকে দেখে কেউ বুঝতে পেরেছিল তিনি গর্ভবতী।’
(আরও পড়ুন: স্পাইডারম্যান সেজে ভিক্ষা চাইতে বসলেন, কে এই ব্যক্তি?)
প্রসঙ্গত, সন্তান জন্ম দেওয়ার পর ফের কাজে ফিরে গেছেন আলিয়া। বর্তমানে ভাসান বালা পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘জিগরা’-য় অভিনয় করতে দেখা যাবে আলিয়াকে। এই সিনেমায় ভেদাঙ্ক রায়নার বিপরীতে অভিনয় করবেন আলিয়া। সিনেমায় মনোজ পাহওয়া, আদিত্য নন্দা এবং রাহুল রবীন্দ্রন অভিনয় করছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
করন জোহরের ধর্মা প্রোডাকশনের অধীনে এটি আলিয়া দ্বিতীয় সিনেমা। সিনেমাটি আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। আপাতত এই সিনেমার প্রচার নিয়েই ব্যস্ত রয়েছেন রাহার ‘মা’।